কলকাতা: আজ রবিবার, ১২ জুন। একনজরে চোখ বুলিয়ে নিন আজকের রাশিফলে (Todays Horoscope)।


মেষ- অত্যন্ত প্রয়োজনীয় জিনিস ছাড়া অহেতুক কেনাকাটায় অতিরিক্ত ব্যয়। সাফল্য দরজায় কড়া নাড়তে পারে। মিষ্টভাষী মনোভাব সকলের কাছে আরও প্রিয় করে তুলবে। ইতিবাচক ব্যবহার এবং স্পষ্ট কথা বলার অভ্যাসের জন্য সহকর্মীদের কাছ থেকে প্রশংসিত হতে পারেন। অতি ব্যয়ে সঞ্চয়ে প্রভাব ফেলতে পারে। 


বৃষ- যাঁরা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, তাঁদের জন্য দিনটি শুভ। তবে, ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। কারও কাছ থেকে ঋণ নেওয়ার আগে সাবধান। অফিসে প্রশংসিত হতে পারেন। পরিবারের সঙ্গে দিনটি ভালো কাটতে পারে। সম্পর্কে একঘেয়েমি কাটাতে নতুন পরিকল্পনা। সঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে।


মিথুন- স্বামী বা স্ত্রীর সঙ্গে অশান্তির আশঙ্কা। দুঃসময়ে বন্ধুদের পাশে পেতে পারেন। পুরনো কাজ শেষ করার জন্য অতিরিক্ত পরিশ্রম। স্বাস্থ্য ভালো রাখতে নজর দিতে হবে খাদ্যাভ্যাসে। মেজাজ ঠিক নাও থাকতে পারে। জুয়াজাতীয় খেলার থেকে বিপদের সম্ভাবনা। পেশাদার মনোভাব কর্মক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।


কর্কট- দিনের প্রথমভাগ তুলনায় শান্তির মধ্যে দিয়ে গেলেও দ্বিতীয়ভাগে কোনও বড় দায়িত্ব নিতে হতে পারে। দ্রুত পুরনো কাজ সেরে ফেলা দরকার। একাধিক উপায়ে আয়ের সম্ভাবনা। প্রতিকূল পরিবেশে দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার অভ্যাস এড়িয়ে যাওয়া দরকার। কাজের প্রতি একাগ্রতা কর্মক্ষেত্র থেকে সহকর্মীদের মধ্যে প্রশংসিত করতে পারে। স্বাস্থ্য ভালো থাকলেও মানসিক ক্লান্তি দূর করতে কাজ থেকে সাময়িক বিরতি নেওয়া প্রয়োজন। 


সিংহ- সম্পত্তি নিয়ে সমস্যার জেরে সম্পর্কহানির আশঙ্কা। পুরনো কোনও বন্ধুর সঙ্গে বিরোধ দেখা দিতে পারে। বাসস্থান বদলের চিন্তা। আর্থিক পরিস্থিতি চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। আচমকা কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে।


আরও পড়ুন - Daily Horoscope: প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে এই রাশির, আপনার রাশিতে আজ লাভ নাকি ক্ষতি?


কন্যা- ন্যায্য পাওনা না মেলায় হতাশা দেখা দিতে পারে। কোনও আত্মীয়র সঙ্গে মনোমালিন্যের জেরে সম্পর্কে শীতলতা বৃদ্ধি। পড়ুয়াদের জন্য দিনটি শুভ। তৃতীয় কোনও ব্যক্তিকে ঘিরে স্বামী - স্ত্রীর মধ্যে অশান্তি বৃদ্ধি। স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না।


তুলা- সিদ্ধান্ত নিতে দেরি করায় শুভ যোগ হাতছাড়া হয়ে যেতে পারে। বহু শ্রমে সাফল্য আসতে পারে। ব্যবসায়ীরা নতুন কোনও বিনিয়োগে লাভের মুখ দেখতে পারেন। উপকারের পরিবর্তে অপদস্থ হওয়ার আশঙ্কা।


বৃশ্চিক- ভুল সিদ্ধান্তের কারণে কর্মস্থলে বিপত্তি দেখা দিতে পারে। স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। সহকর্মীদের সঙ্গে বিবাদ- বিতর্ক এড়িয়ে যাওয়া প্রয়োজন। আত্মবিশ্বাস বৃদ্ধি জরুরি। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক ও মানসিক ক্লান্তি বৃদ্ধি।


ধনু- বিষয় সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ আদালত পর্যন্ত গড়াতে পারে। আর্থিক সঙ্কটের কারণে অবসাদ গ্রাস করতে পারে। উচ্চশিক্ষা বা গবেষণায় বিদেশ যাত্রার যোগ। চিকিৎসার সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিদের জন্য দিনটি শুভ।


মকর- এখনই লক্ষ্য পূরণ নাও হতে পারে। পরিশ্রম বিফলে যাওয়ায় হতাশা দেখা দিতে পারে। তবে ধৈর্য হারালে চলবে না। আর্থিক পরিস্থিতি উন্নত করতে আয় ও ব্যয়ে সামঞ্জস্য রাখা দরকার। নতুন কাজের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আরও মনোযোগী হওয়া প্রয়োজন। স্বাস্থ্য ভোগাতে পারে। প্রেমের সম্পর্কে আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। মনের মানুষের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।


কুম্ভ- ব্য়ক্তিগত সম্পর্কে এখনই নজর দেওয়া প্রয়োজন। অংশীদারের প্রতারণায় ব্যবসায় ক্ষতির আশঙ্কা। উপস্থিত বুদ্ধির জোরে বড় কোনও বিপদ থেকে রক্ষা পেতে পারেন। অত্যধিক লোভের জেরে মানহানির সম্ভাবনা। দুর্ঘটনায় চোট আঘাত লাগতে পারে।


মীন- নতুন বাহন ক্রয়ের যোগ রয়েছে। শিল্প ও কলার সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিদের জন্য দিনটি শুভ। ব্যবসায়ীরা বিনিয়োগ করার আগে ভেবে নিন। সামাজিক কোনও অনুষ্ঠানে প্রশংসিত হতে পারেন। সন্তানের জন্য গর্বিত হতে পারেন।