কলকাতা: ভালো সময় আসুক না আসুক, অপেক্ষায় থাকবেন না, দেখবেন অজান্তে ভোরের আলোর মতো আপনাকে কখন ভালোবেসে জড়িয়ে ধরবে। ব্যাস, ভুলে যাবেন, আগে কী হয়েছিল, কতটা যন্ত্রনা গভীরে রয়েছে। সব এক মুহূর্তেই ম্নান। একরাশ ভালো লাগা নিয়ে আপনি দিন কাটাবেন। তাই কিছু না ভেবেই একবার দেখে নিন আজকের রাশিফল। ভাল খবর হলে আবেগে মাতবেন না, খারাপ হলে সতর্ক থাকুন, এই দুইয়ের মিশেলেই আপনার জীবন। আজ ১৫ অক্টোবার , শনিবার। সপ্তাহের এই দিনটি কেমন যাবে ? কী বলছে আপনার রাশি ? চলুন জেনে নেওয়া যাক।
মেষ-আজ মিথ্যে অপবাদে অসুবিধায় পড়তে পারেন। বাড়তি খরচে কলহ বাড়বে সংসারে। ব্যবসা করলে, সতর্ক থাকুন কর্মচারীদের নিয়ে। শরীর নিয়ে খেয়াল রাখুন, নয়তো কাজে অসুবিধায় পড়বেন। পড়ুয়াদের পড়াশোনার জন্য ভাল সুযোগ আসতে পারে।
বৃষ- আজ আপনার বহুদিনের প্রেমের জট খুলে যাবে। বন্ধুদের থেকে সাহায্য পেতে পারেন। আঝ কারও কাছে অপদস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।কাজের জায়গায় মাথা ঠান্ডা রাখুন, মাথা খাটান, নইলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। আবেগে নিয়ন্ত্রন রাখুন, নইলে সমস্যা বাড়বে।
মিথুন- সব বাধা কাটিয়ে প্রেমের ভাল দিন আসছে । শুভ কোনও খবর আপানার জন্য আসতে পারে। মামলায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে স্বাস্থ্যে নজর দিন, খরচ বাড়তে পারে। অধিক পরিশ্রম হলেও আয় বাড়বে। আর্থিক দিক থেকে দিনটি ভাল যাবে।
কর্কট- সকলের সঙ্গে বুঝে কথা বলবেন আজ। দিনটা দারুন যাবেন না। ভ্রমণের সুযোগ আসতে পারে।পুরনো রোগ ফেলে রাখবেন না।
সিংহ- আজ আপনার শুভ দিন, ভাল কিছু ঘটতে পারে। শরীরে ব্যথা বাড়তে পারে। কর্মজীবনে সুযোগ ভাল আসবে। প্রেমে জটিলতা আরও বাড়তে পারে। শরীর নিয়ে সতর্ক থাকুন। বাড়িতে ধর্মীয় কাজ হতে পারে।
কন্যা- প্রেমের জন্য শুভ আজ।চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সাবধান। ব্যবসায় জটিলতা থেকে মুক্তি। অফিসে আজকে ভালো দিন। শরীর নিয়ে সতর্ক থাকুন। আপনার পরিবারের স্বাস্থ্য নিয়েও সতর্ক থাকুন।
তুলা- আপনার মজা করা বিপদ ডেকে আতে পারে, সাবধান, কর্মস্থলে মিশ্রফলের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় চাপ বাড়লেও, উন্নতির সম্ভাবনা রয়েছে। ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে । রক্তচাপ বাড়তে পারে।
বৃশ্চিক- প্রিয় জনের থেকে আঘাত পেতে পারেন। ভ্রমণের জন্য আজ শুভ নয়।বাড়তি কথা বলা থেকে বিরত থাকুন ।প্রেমে নতুন মোড় আসার সম্ভাবনা। দাম্পত্যে কলহ। শরীর নিয়ে ভোগান্তি হতে পারে, নজরে রাখুন।
ধনু- সাবধানে গাড়ি চালান। প্রেমে সাফল্য পাবেন। আবেগ নিয়ন্ত্রণে রাখুন নইলে বিপদ বাড়বে। কাজের চারে সংসারকে কম সময় দেওয়ার সম্ভাবনা। আইনি কাজে ভাল সুযোগ আসবে।
মকর- ব্যবসা নিয়ে একটু সতর্ক থাকবেন। কাজের সুযোগ ভাল আসতে পারে। চাকরির জন্য নতুন সুযোগ আসতে পারে। কাজের জায়গায় দায়িত্ব বাড়তে পারে।
কুম্ভ- ব্যবসায় চাপ বাড়তে পারে। সম্পত্তি নিয়ে প্রতিবেশির সঙ্গে বিবাদ বাড়তে পারে। কাছের মানুষ থেকে আঘাত পেতে পারেন। শরীর নিয়ে সতর্ক থাকুন। কাজের জায়গায় ক্ষতির সম্ভাবনা বাড়তে পারে।
মীন- ব্যবসায় সাফল্য আসতে চলেছে। দাম্পত্যে বিবাদ। বাড়তি কথা থেকে বিরত থাকুন, না হলে সমস্যায় পড়বেন। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা ভাঙবে।