কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে যশপ্রীত বুমরার পরিবর্তে জাতীয় দলে সুযোগ পেলেন মহম্মদ শামি। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে জয়ী বাংলা। খেলার দুনিয়ার সব খবরের ঝলক।


পরিবর্ত শামি


চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) থেকে ছিটকে গিয়েছিলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তারপর থেকেই জল্পনা চলছিল, কে বিশ্বকাপের দলে তাঁর পরিবর্ত হবেন।                                                                   


শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানিয়ে দেওয়া হল, বুমরার পরিবর্ত হিসাবে দলে অন্তর্ভুক্ত হচ্ছেন বাংলার পেসার মহম্মদ শামি (Mohammed Shami)।                                                                                                                         


বাংলার পেসার স্ট্যান্ড বাই হিসাবে বিশ্বকাপের দলে আগেই সুযোগ পেয়েছিলেন। তিনি ইতিমধ্যেই অস্ট্রেলিয়া উড়ে গিয়েছেন। ভারতীয় বোর্ড থেকে জানানো হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচের আগে ব্রিসবেনে ভারতীয় শিবিরে যোগ দেবেন শামি।                                  


 


কোহলি-রোহিত ভক্তদের ঝামেলা


দুই ক্রিকেটারের সম্পর্ক নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। তাই বলে ঝামেলায় জড়িয়ে পড়বেন দুই তারকার ভক্তকুল?


বিরাট কোহলি (Virat Kohli) নাকি রোহিত শর্মা (Rohit Sharma), কে বেশি ভালো? মদ খেয়ে ঝামেলার জেরে রোহিতের ভক্তকে খুন করার অভিযোগ উঠল কোহলির অনুরাগীর বিরুদ্ধে। বিরাটের সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তামিলনাড়ুর ঘটনায় তোলপাড় পড়ে গেল।


সিএবি নির্বাচনের আপডেট


সৌরভ গঙ্গোপাধ্যায়ই (Sourav Ganguly) কি সিএবি (CAB) প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দেবেন? নাকি তাঁর পছন্দের প্রার্থীর হাতে তুলে দেবেন ব্যাটন? বিরোধী শিবির কি শেষ পর্যন্ত সমঝোতায় রাজি হবে? নাকি সিএবি-র মসনদ দখলের লড়াই গড়াবে নির্বাচন পর্যন্ত?


সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে শুক্রবার বাংলা বনাম ওড়িশা ম্যাচ শেষ হয়েছে একপেশেভাবে। হেলায় ম্যাচ জিতেছেন লক্ষ্মীরতন শুক্লর ছেলেরা। অথচ বঙ্গ ক্রিকেট সংস্থার মসনদ দখলের লড়াই যেন সুপার ওভারে যাওয়ার দশা। এতটাই টানটান উত্তেজনা আর নাটক জড়িয়ে যাচ্ছে পরতে পরতে।


বৃহস্পতিবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দেওয়ার সম্ভাবনা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল। তার ২৪ ঘণ্টার মধ্যেই বিরোধী শিবিরের অন্যতম প্রধান এক কর্তার সঙ্গে বৈঠক করলেন সৌরভ শিবিরের প্রতিনিধি। যে বৈঠকে আলোচনা হল পদ বিতরণ নিয়ে। দেখা হল, সমঝোতা করে নির্বাচন ছাড়া দুই পক্ষের প্রার্থীরা মিলে বঙ্গ ক্রিকেটের প্রশাসন সামলাতে পারেন কি না।


শুক্রবার বিকেলের সেই বৈঠকের দিকে তাকিয়ে ছিল শাসক ও বিরোধী, দুই গোষ্ঠীই। কী নির্যাস সেই বৈঠকের? বিশ্বস্ত সূত্রের খবর, কোনও চূড়ান্ত সিদ্ধান্তেই আসতে পারেনি দুই শিবির। বরং পদ নিয়ে হিসেব নিকেশ আর দর কষাকষি তুঙ্গে পৌঁছে গিয়েছে।


জয়ী বাংলা


জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে অভিষেক হয়নি। কিন্তু মনে করা হচ্ছে, মহম্মদ শামির পর বাংলা থেকে তিনিই পেসার হিসাবে জাতীয় দলে জায়গা করে নিতে পারেন।


ঘরোয়া ক্রিকেটে ফিরে সেই মুকেশ কুমার (Mukesh Kumar) বল হাতে আগুন জ্বাললেন। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি (Syed Mushtaq Ali T20) টুর্নামেন্টে ৩.১ ওভারে ১২ রানে তিন উইকেট নিলেন মুকেশ। তাঁর বোলিং দাপটে প্রথমে ব্যাট করে মাত্র ৮৬ রানে শেষ হয়ে গেল ওড়িশা। ১৪.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে সেই রান তুলে নিল বাংলা। ৮ উইকেটে ম্যাচ জিতে পুরো ৪ পয়েন্ট পেল অভিমন্যু ঈশ্বরণের দল। সেই সঙ্গে নক আউটে যাওয়ার আশাও বাঁচিয়ে রাখল বাংলা।