মেষ- তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। তাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পিতা বা পিতাস্থানীয় কোনও ব্যক্তির স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। ঋণ-সংক্রান্ত কাজের ক্ষেত্রে এদিনটি ভাল। এদিন আপনার জন্য লাল রং ভাল।
বৃষ- পেশাদার ব্যক্তিরা ভাল কাজ করবেন। পেশা বদল করতে চাইলে সুযোগ আসবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। এদিন আপনার জন্য সাদা রং ভাল।
মিথুন- যা করতে চান না, তা করবেন না। আপাতত কোনও কাজে মনসংযোগ করা কষ্টসাধ্য হবে। পেশির সমস্যা হতে পারে। শেয়ার বাজারে বড়সড় কোনও লগ্নি করবেন না। এদিন আপনার জন্য হলুদ রং ভাল।
কর্কট- আইনি সমস্যা মিটে যেতে পারে। পড়ুয়ারা নিজেদের পড়াশোনার দিকে খেয়াল রাখুক। দাম্পত্য জীবন সুখকর হবে। বিকেলের দিকে নানা সমস্যার সম্মুখীন হতে পারেন। দুধজাতীয় রং এদিন আপনার জন্য ভাল।
সিংহ- সময়ের আগেই আজ কাজ শেষ করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার ক্ষমতা বাড়বে। প্রেমের সম্পর্কে টানাপড়েন আসতে পারে। সোনালি রং আজ আপনার জন্য ভাল।
কন্যা- আজ মানসিক ভাবে ক্লান্ত থাকতে পারেন। সঙ্গীর সঙ্গে খুব ভাল সময় কাটবে। সন্তানের কেরিয়ার নিয়ে চিন্তা থাকবে এই সময়টা। ভাল ফলের আশায় সবুজ রং ব্যবহার করতে পারেন।
তুলা- ব্যবসার ফল আপাতত সন্তোষজনক হবে না। কাজের চাপে ব্যক্তিগত জীবনে প্রভাব পড়তে পারে। ঋণ মেটাতে চাপ হতে পারে। এর ফলে ব্যক্তিগত কোনও সম্পর্কে সমস্যা হতে পারে। সমস্যা এড়াতে এদিন সাদা রং ব্যবহার করতে পারে।
বৃশ্চিক- পছন্দের কারও সঙ্গে দেখা হতে পারে। বৈবাহিক সম্পর্কে কোনও সমস্যা থাকলে তা মিটিয়ে ফেলতে পারবেন। পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে পারবেন। কর্মক্ষেত্রে ভালভাবে কাজ করতে পারবেন। এদিন ভাল ফলের জন্য লাল রং ব্যবহার করতে পারবেন।
ধনু- ইগোর সমস্যায় কোনও সম্পর্কের ক্ষতি হতে পারে। পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে। শরীর ভাল রাখার জন্য ঠিকমতো খাবার খেতে পারেন।
মকর- নতুন কোনও কিছু শেখার জন্য খাটতে হবে। কাছাকাছি কোনও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। যাঁদের ব্যবসা রয়েছে, তাঁরা কোনও বড় বরাত পেতে পারেন।
কুম্ভ- ঘনিষ্ঠ সম্পর্কে টানাপড়েন এড়িয়ে চলুন। সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন। কোনও বিষয়ে মত দেওয়ার আগে অত্যন্ত ভালভাবে ভেবে দেখা প্রয়োজন।
মীন- সঙ্গীর সঙ্গে কোনও ভাল জায়গায় যেতে পারেন। কিছু কেনার থাকলে আজ কিনতে পারেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে।