মেষ: বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন। ভাল লাগবে। বাইরে ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা করার ভাল সময়। অন্যের প্রতি কঠোর মনোভাব টেনশন বাড়াতে পারে। পেশাগত লক্ষ্য পূরণের ভাল সময়। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে।
কলকাতা: বুধবার, ৬ জুলাই। আজ কেমন যাবে দিনটি। কেমন হবে ব্যবসা? কোন খাতে বইবে সম্পর্ক? এক নজরে দেখে নিন আজকে আপনার রাশিফল (daily horoscope)।
বৃষ: বাড়তি টাকা সুরক্ষিত রাখুন। পরে কাজে লাগবে। জীবনে মনের জোর বাড়াতে হবে। নতুন পোশাকে, নতুন লুকে নতুন বন্ধুদের সঙ্গে ভালই সময় কাটবে। প্রেমের ক্ষেত্রে তাড়াহুড়োয় সিদ্ধান্ত নেবেন না।
মিথুন: ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের মধ্যে আনন্দ খোঁজার চেষ্টা করুন। দুধের ব্যবসার সঙ্গে জড়িতরা লাভের মুখ দেখতে পারেন। আপনার উচ্ছৃঙ্খল জীবনযাপন বাড়িতে অশান্তি ডেকে আনতে পারে। প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে সময় বিশেষ ভাল যাবে না।
কর্কট: আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে। সমাজসেবামূলক কাজ মনে শান্তি আনবে। নতুন প্রেমের আশা রয়েছে। যার ফলে মন ফুরফুর হতে পারে। ব্যবসার ক্ষেত্রে বিরোধীদের থেকে সাবধান হতে হবে।
সিংহ: আজ কোথাও অর্থ বিনিয়োগ করার আগে বারবার ভাবুন। সন্ধের দিকে বন্ধুদের সঙ্গে জমে যাবে। গোটা দিন একটু সাবধানতা অবলম্বন করুন, কারণ কেউ আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে আজ।
কন্যা: বসে না থেকে আরও ভাল কোনও কাজে হাত লাগাতে হবে যা থেকে উপার্জন হবে। অপ্রত্যাশিত সুখবর আসতে পারে। প্রেমের সম্পর্ক ভাল হবে কিন্তু দীর্ঘমেয়াদি হবে না। বৈবাহিক সম্পর্ক দু'জনের সমান প্রচেষ্টায় সামলে নিতে পারবেন।
তুলা: জীবনযাপনে বদল আনুন। দীর্ঘ দিনের চিন্তা থেকে মুক্তি হবে। ঘরের সজ্জায় ছোটখাটো বদল আনতে পারেন। আপনার কোনও কথায় প্রিয়জন আঘাত পেতে পারেন। বহুদিন পর আপনার দাম্পত্য জীবন সুখের হবে, কোনও ঝগড়া ছাড়াই দিন কাটাবেন।
বৃশ্চিক: আজ আপনি ঘোরার আর খরচ করার মুডে থাকবেন। অন্যদের মন জয় করতে আপনার জুড়ি মেলা ভার। খুব সাবধানে পরিস্থিতির মোকাবিলা করবেন কারণ আপনার জীবনসঙ্গীর মুড বিশেষ ভাল নাও থাকতে পারে আজ। বৈবাহিক জীবনের কিছু ক্ষতিকর দিকও নজরে পড়তে পারে।
ধনু: অ্যান্টিক দ্রব্যাদি ও গয়নায় বিনিয়োগ করার ভাল দিন। বন্ধুদের মাধ্যমে ভাল যোগাযোগ তৈরি হবে। যাঁরা শিল্প এবং থিয়েটারের সঙ্গে যুক্ত তাঁরা তাঁদের সৃজনশীল সেরাটি দেওয়ার জন্য বেশ কয়েকটি নতুন সুযোগ পাবেন। প্রিয় মানুষের সঙ্গে কাটানোর অঢেল সময় পাবেন। তবে স্বাস্থ্যের খেয়াল রাখতেই হবে।
মকর: আর্থিক অবস্থা ভালই থাকবে। টাকা রোজগারের একাধিক উপায় নজরে আসবে আজ। কঠিন পরিশ্রমের ফলস্বরূপ প্রমোশন হতে পারে। হঠাৎ প্রেমের জোয়ার আসতে পারে জীবনে।
কুম্ভ: দিনের শুরুর দিকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। জেদি মনোভাব নিজের আয়ত্তে রাখার চেষ্টা করুন। নতুন প্রজেক্ট নেওয়ার আগে বারবার ভাবুন। সঙ্গীর সঙ্গে আলোচনা করে কোনও প্ল্যান করবেন, নয়তো হিতে বিপরীত হতে পারে।
আরও পড়ুন: Inauspicious Dream: এই পাঁচ জিনিসের স্বপ্ন বিপদ-সংকেত !
মীন: যতটা আছে, আগে সেটা ব্যবহার করুন, তারপর নতুন কেনার চেষ্টা করবেন। বাড়ির কাজে ক্লান্তি আসতে পারে। মানসিক সমস্যায় ভুগতে পারেন। তবে শুরুর খানিকটা কঠিন কাটলেও অফিসে আজ খুবই ভাল যাবে দিনটা। তবে ফাঁকা সময় বেকার তর্কে জড়িয়ে নষ্ট করে ফেলতে পারেন।