কলকাতা: সম্প্রতি মুক্তি পেয়েছে সৌভিক কুণ্ডু (Souvik Kundu) পরিচালিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) অভিনীত 'আয় খুকু আয়' (Aay Khuku Aay) ছবিটি। বহুদিন পর বড়পর্দায় অন্যভাবে বুম্বাদাকে পেয়ে আনন্দে আত্মহারা অনুরাগীরা। তবে একইসঙ্গে প্রশংসিত হয়েছেন দিতিপ্রিয়া। আর এই দুই জনের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন রাহুল দেব বসু (Rahul Dev Bose)। ধারাবাহিকের গণ্ডি পেরিয়ে বড়পর্দায় পা, তাও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সোহিনী সেনগুপ্তের মতো তাবড় অভিনেতাদের সঙ্গে। ফলে তিনিও বেশ নজর কেড়েছেন। আর ছবি যখন ভালই সাফল্য লাভ করছে তখনই পর্দার 'বুড়ি'র সঙ্গে তাঁর অফস্ক্রিন খুনসুটি এক ঝলক পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। 


অফস্ক্রিন খুনসুটি


'আয় খুকু আয়' ছবি যাঁরা ইতিমধ্যেই দেখে ফেলেছেন তাঁরা জানেন যে এখানে রাহুলকে খল চরিত্রে দেখা গেছে। দিতিপ্রিয়ার চরিত্রের অকাল মৃত্যুর পিছনে অন্যতম প্রধান হাত তাঁরই। কিন্তু তা তো পর্দার সামনে। পর্দার পিছনে তাঁদের যে বেশ আহ্লাদ-খুনসুটিতে ভরা সম্পর্ক তার আভাস মিলল রাহুলের সোশ্যাল মিডিয়া পোস্টে।


এদিন একটি ভিডিও পোস্ট করেছেন রাহুল। ক্যাপশনে লিখেছেন, 'হাই দিতিপ্রিয়া। এটা কি তুমি? এক বন্ধুর জন্য জিজ্ঞেস করছি।' ভিডিওয় তাঁদের 'আয় খুকু আয়' ছবির পোশাকেই দেখা যাচ্ছে। শটের ফাঁকে জমিয়ে চলছে খুনসুটি। সুযোগ পেয়েই ভিডিও ক্যামেরা অন করে ফেলেছেন অভিনেতা। যতই হাতে মুখ ঢাকার চেষ্টা করুন দিতিপ্রিয়া তাঁর হাসি বাধ মানছে না।


 



মজার ছলে দিতিপ্রিয়ার নালিশ, 'প্রোডাকশন থেকে রাহুলকে বেশি টাকা দেওয়া হয় সারাদিন আমাকে বিরক্ত করার জন্য।' রাহুলের পাল্টা, 'সারাদিন দিতিপ্রিয়াকে সহ্য করার জন্য আমাকে আরও টাকা দেওয়া উচিত!'


হাসি-ঠাট্টায়, কথার প্যাঁচেই শেষ হয় ভিডিও। সোশ্যাল মিডিয়ায় সেই নিয়ে দুই শিল্পীর মধ্যে চলছে মজাও।  


আরও পড়ুন: Khuda Haafiz Chapter 2: ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ! ক্ষমা চাইলেন 'খুদা হাফিজ চ্যাপ্টার ২'-এর নির্মাতারা


প্রসঙ্গত, গত ১৭ জুন মুক্তি পেয়েছে 'আয় খুকু আয়'। বাবা মেয়ের অদেখা সম্পর্কের স্বাদ নিতে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন আট থেকে আশি।