আজ সারা দেশ জুড়ে পালিত হবে দেব দীপাবলি। এদিন স্বর্গ আলোকমালায় সাজে। কারণ এদিনই দেবতারা বড় যুদ্ধ জয়ের পর অসুরদের থেকে স্বর্গ উদ্ধার করেছিলেন। হিন্দু ধর্মে এই তিথির বিশেষ তাৎপর্য আছে । ২০২৪ সালে ১৫ নভেম্বর দেব দীপাবলি পালিত হচ্ছে । দীপাবলির মতো এবারও দেব দীপাবলিতে একই সঙ্গে অনেকগুলি রাজযোগ তৈরি হচ্ছে। যা অনেক রাশির জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, দেব দীপাবলির দিন, চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করবে। এদিন দেবগুরু বৃহস্পতির সঙ্গে মিলিত হয়ে গজকেশরী রাজযোগ গঠিত হবে। এর ফলে চূড়ান্ত লাভবান হবেন চার রাশির জাতকরা।
বৃষ রাশি: চাকুরীজীবীদের জন্য এটি একটি ভাল সময়। গজকেশরী রাজযোগ গঠন হলে আর্থিক সুবিধা পেতে পারেন। কর্মজীবনেও অনেক সুবিধা পেতে পারেন। কাঙ্খিত ইচ্ছা পূরণ হতে পারে। পরিবারের সঙ্গে ভালো কাটবে সময়টা।
মিথুন রাশি : এই রাশির জাতকরাও আদালতে অনুকূল পরিস্থিতি পাবেন। রাজযোগের জন্য শেয়ারবাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সুবিধা পেতে পারেন। আত্মবিশ্বাস বাড়তে পারে। ভীতভাব কেটে যাবে। রাজযোগে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। শিক্ষার্থীদেরও কপাল খুলবে।
আরও পড়ুন :
২০২৫ এ সরস্বতী পুজো এই তারিখেই, কেউ খুশি, কারও কপালে দুশ্চিন্তা
ধনু রাশি :মা লক্ষ্মীর কৃপায় জীবনে উন্নতির নতুন সুযোগ আসবে। দেব দীপাবলিতে একসঙ্গে বেশ কয়েকটি যোগ তৈরি হবে। ব্যবসায় আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখ বাড়বে। জীবনে উন্নতির নতুন পথ খুলে যাবে।
কুম্ভ রাশি: জ্যোতিষশাস্ত্র মতে, ৩০ বছর পর, এমন ঘটনা ঘটছে। শুক্রবার দিনটি কুম্ভ রাশির জাতকদের জন্য বিশেষ হয়ে উঠতে পারে। আইনি ঝক্কি থেকে অব্যাহতি মিলবে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পদোন্নতির পরিস্থিতি তৈরি হতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।