কলকাতা : মাঘের শেষ, সূচনা ফাল্গুনের। হিন্দু ক্যালেন্ডারে ধর্মীয় দিক থেকে ফাল্গুনের বিশেষ গুরুত্ব রয়েছে।

যাঁরা জ্যোতিষচর্চা করেন, তাঁদের মতে শিশুদের সুখের জন্য ভগবান শ্রীকৃষ্ণের  পুজো অত্যন্ত শুভ। অন্যদিকে, বিবাহিত জীবনে সুখ এবং প্রেমের সম্পর্কে জোয়ার আনার জন্য কৃষ্ণ পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসে শ্রীকৃষ্ণের পুজো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে কৃষ্ণপুজোয় মন দিতে হবে। 


এই মাসে মহাশিবরাত্রিতে দেবী পার্বতী ভগবান শিবকে তাঁর স্বামীরূপে পেয়েছিলেন। রঙের উৎসব হোলিও ফাল্গুন মাসে পড়ে। এই মাস যেমন আধ্যাত্মিকতার দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ, তেমন প্রকৃতির পরিবর্তনের দিক থেকেও ফাল্গুন খুবই বিশেষ।  ফাল্গুন মাসে চন্দ্রমা পুজোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক নজরে দেখে নিই, এই মাসে কোন কোন উপবাস ও উৎসব আসবে। ফাল্গুনে চাঁদের পূজা করলে নানা উপকার পাবেন । 

আরও পড়ুন :


সপ্তাহের শুরুতেই কোন রাশির অতিরিক্ত উপার্জন? কার রোজগারে ধাক্কা ?


বিশ্বাস করা হয়, ফাল্গুন মাসে চাঁদের জন্ম মাস। এ মাসে চাঁদ পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। চাঁদকে সুখ, শান্তি ও মনের দেবতা হিসেবে বিবেচনা করা হয়ে। ভগবান শঙ্কর তার মাথায় চাঁদকে স্থান দেন । 


কুণ্ডলীতে চন্দ্রের অবস্থান শক্তিশালী হলে ব্যক্তি ধনী হয় এবং সুখ ভোগ করে, যেখানে চন্দ্র অশুভ হলে মানসিক রোগ তাকে ঘিরে ধরে। এমন অবস্থায় ফাল্গুন মাসে প্রতিদিন মায়ের সেবা করলে চাঁদের সুখ পাওয়া যায়। কুণ্ডলীতে চন্দ্রকে শক্তিশালী করতে চাল, সাদা কাপড়, শঙ্খ, শ্বেত চন্দন, দই ও মুক্তা দান করতে হবে।


ফাল্গুন মাসের উপবাস ও ব্রতের তালিকা
৬ ফেব্রুয়ারি ২০২৩ (সোমবার) - ফাল্গুন মাস শুরু
৯ ফেব্রুয়ারি ২০২৩ (সোমবার) - দ্বিজপ্রিয় সংকষ্টী চতুর্থী
১২ ফেব্রুয়ারি ২০২৩ (রবিবার) - যশোদা জয়ন্তী
১৩ ফেব্রুয়ারি ২০২৩ - কালাষ্টমী, কুম্ভ সংক্রান্তি, শবরী জয়ন্তী
১৪ ফেব্রুয়ারি ২০২৩ (মঙ্গলবার) - জানকী জয়ন্তী
১৬ ফেব্রুয়ারি ২০২৩ (বৃহস্পতিবার) - বিজয়া একাদশী
১৮ ফেব্রুয়ারি ২০২৩ (শনিবার) - মহা শিবরাত্রি, শনি প্রদোষ ব্রত
২০ ফেব্রুয়ারি ২০২৩ (সোমবার) - সোমবতী অমাবস্যা
২১ ফেব্রুয়ারি ২০২৩ (মঙ্গলবার) - ফুলেরা দুজ
২৩ ফেব্রুয়ারি ২০২৩ (বৃহস্পতিবার) - ফাল্গুন বিনায়ক চতুর্থী
২৫ ফেব্রুয়ারি ২০২৩ (শনিবার) - স্কন্দ ষষ্ঠী ব্রত
২৬ ফেব্রুয়ারি ২০২৩ (রবিবার) - ভানু সপ্তমী
২৭ ফেব্রুয়ারি ২০২৩ (সোমবার) - হোলাষ্টক শুরু হয়
৩ মার্চ 2023 (শুক্রবার) - আমলকী একাদশী
৪ মার্চ, 2023 (শনিবার) - শনি প্রদোষ
৭ মার্চ, 2023 (মঙ্গলবার) - ফাল্গুন পূর্ণিমা, হোলিকা দহন