মীন রাশি গ্রহ যুতি: মীন রাশিতে এখন চারটি গ্রহের যুতি হয়েছে। এই মহাসংযোগ ১৮ মে পর্যন্ত অনেক রাশির জীবনে বড় ধরনের পরিবর্তন আনবে। শনি, রাহু, বুধ এবং শুক্র মীন রাশিতে বিরাজমান। এমতাবস্থায় কোন কোন রাশিকে সাবধানে থাকতে হবে, বিশেষ করে চাকরিতে সতর্কতা অবলম্বন করতে হবে, ঋণ নেওয়ার আগে বারবার ভাবতে হবে, জেনে নেওয়া যাক।        

সিংহ রাশি - দৈনন্দিন কাজে বেশি পরিশ্রম করতে হবে। মানসিক চাপে বিরক্ত হতে পারেন। ব্যক্তিগত ও কর্মক্ষেত্রে ব্যস্ততা বজায় থাকবে। সঙ্গে লেনদেন ও বিনিয়োগ সাবধানে করুন, নয়তো ভবিষ্যতে ঋণ নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা জরুরি, পুরোনো রোগ দেখা দিতে পারে।           

মেষ রাশি - মেষ রাশির জাতক-জাতিকাদের লেনদেনেও সাবধানতা অবলম্বন করতে হবে, ভাগ্য সঙ্গে থাকবে না। বিনিয়োগ বা শেয়ার বাজারে টাকা লাগানোর আগে শতবার ভাবুন। রাহুর প্রভাবে মন চঞ্চল হতে  পারে, সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাবুন। স্নায়ুতন্ত্রের সমস্যা হতে পারে। চাকরিজীবীদের কাজে পরিবর্তন ও স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন।                  

বৃশ্চিক রাশি- এই রাশির জাতক-জাতিকাদের শনি-রাহুর যুতির কারণে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোন সমস্যার সম্মুখীন হতে হতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। এখন কোনও ধরণের ঋণ নেওয়া থেকে বিরত থাকুন, নয়তো জীবনে সমস্যা দেখা দিতে পারে। টাকার অভাব পরিবারের উপর চাপ ফেলতে পারে।

মীন রাশি - মীন রাশিতে শনির সাড়েসাতি দ্বিতীয় পর্যায় চলছে। এমতাবস্থায় আপনাকে আর্থিক বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। কোনওভাবেই টাকা ধার নেবেন না। পরিশোধে সমস্যা হতে পারে। সঙ্গে জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।                   

দাবিত্যাগ: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র ধারণা ও তথ্যের উপর ভিত্তি করে। এখানে এটা উল্লেখ করা জরুরি যে ABPLive.com কোনও ধরণের ধারণা, তথ্যের সত্যতা নিশ্চিত করে না। কোনও তথ্য বা ধারণা কাজে লাগানোর আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।