কলকাতা: আগামীকাল ১ অগাস্ট। শুক্রবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।

তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): কাজে এনার্জি বাড়বে। পুরনো কোনও সমস্যার সমাধান হবে। প্রেমের সম্পর্কের জন্য দারুণ সময়। বাড়িতে কোনও পুজোর আয়োজন করতে পারেন। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করুন। আর্থিক দিক থেকে লাভ হবে। গাড়ি চালানোর বিষয়ে সতর্ক হতে হবে। 

বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Brishchik Rashi): কর্মক্ষেত্রে সাফল্য মিলবে। আর্থিক লাভ হবে। অফিসে কাজে প্রশংসা পাবেন। হতে পারে পদোন্নতিও। বৈবাহিক সম্পর্কে সুখ থাকবে। বাড়িতে কোনও অতিথি আসতে পারেন। স্বাস্থ্যকে অবহেলা করবেন না। রক্তচাপ এবং হার্টের সমস্যা থাকলে মিটে যাবে। 

ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): কর্মক্ষেত্রে ব্যস্ততা বড়াবে। কঠোর পরিশ্রম করলে সাফল্য আসবে। প্রেমের সম্পর্কে ফাটলের আশঙ্কা। পারস্পরিক সমঝোতার জায়গা নষ্ট হবে। পড়ুয়াদের জন্য ভাল সুযোগ। কোনও নেতিবাচক বিষয়ে প্রভাবিত হবেন না। লক্ষ্যে স্থির থাকুন। ভ্রমণে বাধা আসতে পারে। 

মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): ভালমন্দ মিশিয়ে কাটবে দিন। হাতে টাকা আসতে পারে। ব্যয় বাড়তে পারে। বিপদে স্বামীকে পাশে পাবেন। মানসিক শান্তির জন্য যোগাসন এবং ধ্যান করতে পারেন। কর্মক্ষেত্রে বাড়বে কাজের চাপ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পেতে পারেন। সন্তানের থেকে সাহায্য পাবেন। 

কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): পেশাগত উন্নতির জন্য অনুকূল পরিস্থিতি রয়েছে। এখনই নতুন কোনও চুক্তি চূড়ান্ত করা যাবে না। বৈবাহিক জীবনে সুসম্পর্ক বজায় থাকবে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। পরিবারকে আরও বেশি সময় দিতে হবে। কোনও বর্ষীয়ান সদস্যের প্রয়োজনে পাশে দাঁড়াতে হবে। 

মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): সাফল্য পেতে পারেন। পুরনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা। স্বাস্থ্যের উন্নতি হবে। প্রেমের সম্পর্কে দারুণ সময়। কর্মক্ষেত্রে শেষ হতে পারে কোনও প্রোজেক্ট। তাতে আত্মবিশ্বাস বাড়বে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে।      

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন