কলকাতা: আগামীকাল ১৫ অগাস্ট। শুক্রবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।

তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। অংশীদারিত্বের ব্যবসায় সাফল্য পাবেন। আটকে থাকা টাকা ফেরত পাবেন। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধিতে ভাল ফল আসবে। প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে। পেটের সমস্যা ভুগতে পারেন।                                     

বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Brishchik Rashi): কর্মজীবনে নতুন দিশা পাবেন। ব্যবসায় লাভের সুযোগ পাবেন। আর্থিক ব্যয় হ্রাস পাবে। নতুন কোর্স পড়া শুরু করলে তাতে সাফল্য পাবেন। পরিবারের কোনও পুরনো বিরোধের সমাধান হবে।               

ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): কর্মক্ষেত্রে সিনিয়রদের কাছ থেকে সহায়তা পাবেন। ভ্রমণের ব্যবসা থেকে লাভবান হবেন। আয়ের নতুন উৎস তৈরি হবে। নতুন কিছু পড়ার ক্ষেত্রে আগ্রহ বাড়বে। পরিবারে একে অপরের মধ্যে সম্পর্কের মধুরতা বজায় থাকবে।                

মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসায় বড় বিনিয়োগে লাভবান হবেন। আটকে থাকা টাকা পাবেন। পড়াশোনায় লাভবান হবেন। পারিবারিক জীবন আনন্দময় হবে। স্বাস্থ্য নিয়ে আরও সতর্ক থাকতে হবে।                   

কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): কেরিয়ারে নতুন সুযোগ পেতে পারেন। সঙ্গীর সঙ্গে ভ্রমণ লাভজনক হবে। আটকে থাকা টাকা পেতে পারেন। একাগ্রতা বৃদ্ধি পাবে। যে কোনও কাজে স্ত্রীর সমর্থন পাবেন। সর্দি কাশি হতে পারে।                

মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): কর্মক্ষেত্রে অগ্রগতি হবে। অনলাইন ব্যবসা থেকে  লাভবান হবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে। পারিবারিক পরিবেশ ভাল থাকবে। বিরল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা। 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন