মুম্বই: ১৩ অগাস্ট, বুধবার রাতে একটি খবরে গোটা ক্রিকেটবিশ্ব খানিকটা চমকেই যায়। সচিন তেন্ডুলকরপুত্র অর্জুন তেন্ডুলকরের (Sara Tendulkar) ( বাগদানের খবর হঠাৎই প্রকাশ্যে চলে আসে। অর্জুনের ছোটবেলার বন্ধু সানিয়া চন্দোকের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটার বাগদান সেরে ফেলেন। কে এই সানিয়া চন্দোক (Saniya Chandhok)? এই নিয়ে কৌতূহলের অন্ত নেই।

অর্জুন ও সানিয়ার বাগদানের খবর সদ্যই সামনে আসলেও, তেন্ডুলকর পরিবারের সঙ্গে সানিয়াকে এর আগেও বহুবার বহু জায়গায় দেখা গিয়েছে। ভাইয়ের বাগদত্তার সঙ্গে কিন্তু সারা তেন্ডুলকরও (Sara Tendulkar) অতীতে বহু ছবি শেয়ার করেছেন। এইসবের মধ্যেই দিনকয়েক আগে সারা ও সানিয়ার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের বেশ নজর কেড়েছে। সেই ছবির ক্যাপশনে সারা লেখেন, 'আমার আজীবনের প্লাস ওয়ান।'

 

 

এই আজীবন কথাটির মধ্যে দিয়ে সারা আগেভাগেই সানিয়ার সঙ্গে তাঁর পরিবার যে আজীবনের জন্য যুক্ত হচ্ছে তার আভাস দিয়ে রেখেছিলেন বলেই অনেকে মনে করছেন। সেই পোস্টে সানিয়ার সঙ্গে সারা একাধিক ছবি দেখা যায়। এই সানিয়া কিন্তু মুম্বইয়ের নামী ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি। 

ফুড ইন্ডাস্ট্রি ও হসপিটালিটিতে বিশেষ প্রতিপত্তি রয়েছে ঘাই পরিবারের। বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে শুরু করে ব্রুকলিন ক্রিমারির মতো নামী মিষ্টি নির্মাতা সংস্থার মালিক ঘাই পরিবার। সূত্রের খবর, অর্জুন ও সানিয়ার বাগদান অনুষ্ঠান হয়েছে। মুম্বইয়ের সেই অনুষ্ঠানে হাজির ছিলেন শুধু দুই পরিবারের সদস্যরা। ছেলের বাগদান নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করেননি মাস্টার ব্লাস্টারও। 

অপরদিকে, অর্জুন বর্তমানে নিজের ক্রিকেট কেরিয়ার গড়ার লক্ষ্যে। মুম্বইয়ের হয়েই ক্রিকেট খেলা শুরু করেছিলেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত দলে সুযোগ পাওয়ার লক্ষ্যে পরে তিনি মুম্বই ছাড়ার সিদ্ধান্ত নেন। গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে শুরু করেন তরুণ অলরাউন্ডার। ২৫ বছর বয়সী অর্জুনের প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট এ স্তরের ক্রিকেটে অভিষেক হয়ে গোয়ার জার্সিতেই। আইপিএলে অর্জুন খেলেন মুম্বই ইন্ডিয়ান্সে। যে দলে এক সময় খেলেছেন সচিন স্বয়। কিংবদন্তি পুত্র অবশ্য আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের একাদশে নিয়মিত সুযোগ পাননি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৫ ম্যাচ খেলে তিনটি উইকেট নিয়েছেন। আইপিএলে অর্জুনের সেরা বোলিং নয় রানের বিনিময়ে এক উইকেট।