কলকাতা: আগামীকাল ১৬ মে। শুক্রবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।
তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): মুখে হাসি ফুটবে। পারিবারিক জীবনে সুখ থাকবে। বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক খারাপ হবে। সহকর্মীদের সঙ্গে ভাল আচরণে কর্মক্ষেত্রে সাফল্য বয়ে আনবে। মেজাজ বিগড়ে যাবে। বিরক্তিতে ভরা থাকবে দিন। স্ত্রী আপনার পাশে থাকবেন।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): অনুকূল দিন হবে। কোথাও আটকে থাকা টাকা ফিরে আসতে পারে। নতুন কিছু কাজ শুরু করার কথা ভাববেন। শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু সুসংবাদ পাবেন। রাগ নিয়ন্ত্রণ করলে সঠিক পথে এগিয়ে যাবেন। কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূলে থাকবে। পরিবারের ছোটদের কাছ থেকে খুশির খবর পাবেন।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): মানসিক চাপ বাড়তে পারে। ব্যয় থাকবে কিন্তু আয়ও বাড়তে থাকবে। গাড়ি চালানোর ক্ষেত্রে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। পারিবারিক জীবন আরও ভালো হবে। বিবাহিত জীবনে পরিস্থিতির উন্নতি হবে। প্রেমের জীবনে তিক্ততা আসতে পারে। সঙ্গীর আচরণ বিরক্ত হবেন।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): কাজের ফল পাবেন হাতেনাতে। স্বাস্থ্যের অবনতি হতে পারে। মানসিকভাবে চাপে থাকবেন। ব্যয় বেশি হবে। পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে। জমি ও সম্পত্তির ক্ষেত্রে আর্থিক সুবিধা পাবেন। কাগজপত্র পরীক্ষা করে দেখুন। কাজের পরিস্থিতি ভাল থাকবে।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে খুশি থাকবেন। ব্যবসায়ীদেরও ভাল আয় হবে। ব্যবসার কারণে কোথাও ঘুরতে যেতে পারেন। পারিবারিক জীবনে কোনও কারণে সমস্যা হতে পারে। কারও সঙ্গে ঝগড়া হতে পারে। বাড়ির বড়দের সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা করতে পারেন।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে। অর্থের দিক থেকে ভাল দিন। স্বাস্থ্যের উন্নতি হবে। পারিবারিক জীবনে অনুকূল সময় আসবে। প্রেমের জীবনে ভালোবাসায় পূর্ণ দিন হবে। সন্তানদের ভবিষ্যৎ সম্পর্কে স্ত্রীর সঙ্গে কিছু দৃঢ় সিদ্ধান্ত নিতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন