নয়াদিল্লি : ঘরে-বাইরে জেরবার পাকিস্তান। এবার পাকিস্তানের বিভিন্ন জেলায় একযোগে হামলা চালানোর দায় নিল Baloch Liberation Army (BLA)। এই হামলা তাদের 'Operation Herof 2.0'-এর অংশ বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। সবমিলিয়ে পাকিস্তানের ৫৮ জায়গায় ৭৮টি অপারেশন চালানো হয়েছে। BLA-র মুখপাত্র জিয়ান্দ বালোচের বিবৃতি অনুযায়ী, বিদ্রোহী গোষ্ঠী এই অভিযানগুলিকে তাদের প্রতিরোধের ধারাবাহিকতা হিসাবে বর্ণনা করছে, যার লক্ষ্য পাকিস্তানের বালুচিস্তানে "দখলদারি" বন্ধ করা।
ওই বিবৃতি অনুযায়ী, শনিবার রাতে খুজদার জেলার ওরনাচ ক্রসে বিএলএ যোদ্ধারা দুই ঘণ্টারও বেশি সময় ধরে জাতীয় সড়কের নিয়ন্ত্রণ নিয়েছিল। এই সময়ে, তারা গাড়িতে তল্লাশি চালায় এবং অঞ্চল থেকে প্রাকৃতিক সম্পদ বহনকারী গাড়িগুলিও আটক করে। এলাকার একটি লেভিস ফোর্স চেকপোস্ট দখল করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
রবিবার রাতে স্বয়ংক্রিয় অস্ত্র ও রকেট লঞ্চার ব্যবহার করে পাকিস্তানের নোকাবাদ ও পঞ্জগুড়ের সামরিক ঘাঁটিতে হামলা চালায় BLA। তাদের বিবৃতি অনুযায়ী, এই হামলা ২৫ মিনিটের বেশি সময় ধরে চলে। যাতে কমপক্ষে ২ জন সেনা জওয়ান নিহত এবং ৫ জন আহত।
গত ৮ মে বিস্ফোরণে কেঁপে উঠেছিল বালুচিস্তান। পাকিস্তানি সেনার কনভয় লক্ষ্য় করে হামলা চলে। IED বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয় পাক সেনার কনভয়। তাতে ১২ জন পাক জওয়ান মারা যান। এই হামলার দায় স্বীকার করে বালুচিস্তানের বিচ্ছিন্নতাকামী সংগঠন Balochistan Liberation Army (BLA), যারা পাকিস্তান সরকারের হাত থেকে বালুচিস্তানকে মুক্ত করতে হাতে অস্ত্র তুলে নিয়েছে। তার আগে গত ৬ মে-ই বালুচিস্তানে সেনার কনভয়ে হামলা চালায় Balochistan Liberation Army. সেবারও বেশ কয়েক জন মারা যান। সেই নিয়ে সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি দেশের সরকারকে সতর্কও করেন। তিনি জানান, মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে বালুচিস্তান। আধাঁর নামলে আর চেনাই যায় না বালুচিস্তানকে। আর সেই আবহেই ফের বালুচিস্তানে সেনার কনভয়ে হামলা চালাল Balochistan Liberation Army.
বিগত দুই দশক ধরে অশান্ত বালুচিস্তান। Balochistan Liberation Army-র মতো বিচ্ছিন্নতাকামী সংগঠনগুলি পাকিস্তান সরকারের হাত থেকে বালুচিস্তানকে মুক্ত করতে চায়। বর্তমানে বালুচিস্তানের বিচ্ছিন্নতাকামী সংগঠনগুলির প্রভাবও রীতিমতো বেড়েছে। কারণ আর কোনও লুকোছাপা নয়, সরাসরি সামরিক বাহিনীকে নিশানা করছে তারা। গ্রাম থেকে শহর, সর্বত্র তাদের উপস্থিতি বোঝা যাচ্ছে। সম্প্রতি বালুচিস্তানে দু'টি অভিযানে Balochistan Liberation Army-র ১০ সদস্যকে নিকেশ করে পাক সেনা। কিন্তু বালুচিস্তানের দুর্গম এলাকায় নাশকতা ঠেকাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পাক সেনাকে। মার্চ মাসে Balochistan Liberation Army যখন Jaffar Express হাইজ্যাক করে, সেই সময় ঘটনাস্থলে পৌঁছতেই সময় লেগে যায় তাদের।