কলকাতা: আগামীকাল ২৫ এপ্রিল। শুক্রবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।
তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): নতুন কোনও কাজ শুরু করতে পারেন। কাজের প্রস্তুতি কাল থেকেই নিতে পারেন। পরিবারের পূর্ণ সমর্থন পাবেন। উচ্চ শিক্ষায় আগ্রহ বাড়বে। আচরণে পরিবর্তন আনতে হবে। অফিসে প্রশংসা পাবেন। সহকর্মীদের সঙ্গে সমন্বয় রাখতে হবে।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): অংশীদারিত্বের ব্যবসার ক্ষেত্রে ভাল দিন। পুরনো কোনও বিষয়ে বিভ্রান্ত ছড়াবেন না। গুরুত্বপূর্ণ কাজে বন্ধুর সাহায্য নিতে পারেন। অফিসের কাজে চ্যালেঞ্জ আসবে। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়বে।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): ব্যবসায় লাভজনক দিন। ভাল চাকরির প্রস্তাব পেতে পারেন। যাঁরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য ভাল দিন। চাকরির প্রস্তাব পেতে পারেন। কাজের ক্ষেত্রে আপস করবেন না। গৃহস্থালির কাজকর্ম সামলানোর জন্য ভাল দিন। পারিবারিক জীবনে সুখ থাকবে।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): অর্থনৈতিক অবস্থা আগামীকাল ভাল থাকবে। সহজেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন। কাউকে সাহায্য করতে পারবেন। অতীতের বড় ভুল বুঝতে পারবেন এবং তা থেকে শিক্ষা নেবেন। কোনও অপরিচিত ব্যক্তিকে বিশ্বাস করবেন না। পড়াশোনায় কঠোর পরিশ্রম করতে হবে।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): পরিবারের কোনও সদস্য দুর্দান্ত সাফল্য পাবেন। বাড়িতেও পার্টি হবে। পদোন্নতি পাবেন। আগামীকাল অযথা খরচ এড়িয়ে চলুন। ব্যবসায় ভাল লাভ পাবেন। সম্পর্কের মধ্যে মধুরতা বজায় থাকবে।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): আনন্দে ভরপুর থাকবে দিন। পরিবারের সদস্যদের সঙ্গে আরও বেশি সময় কাটাবেন। কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন। কঠোর পরিশ্রমের ভাল ফলাফল পেতে চলেছেন। অফিসের কাজের জন্য অনুকূল দিন। আর্থিক সমস্যা মিটবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন