UPSC CSE Results 2024: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে। আর এই ফলাফল ঘোষণার পরেই বহু মেধাবী পড়ুয়াদের সংগ্রামের কাহিনি প্রকাশ্যে আসছে। একইভাবে অনেক প্রতিকূলতা পেরিয়ে মধ্যপ্রদেশের চান্দেরির মত ছোট্ট শহর থেকে উঠে আসা বিবেক যাদবের সাফল্যের (Success Story) কাহিনি আপনার মন জয় করবে। বহু ইউপিএসসি উৎসাহী প্রার্থীর অনুপ্রেরণা জোগাবে। সারা দেশের মধ্যে ৪১৩ র‍্যাঙ্ক অর্জন করে বিবেক কেবল (UPSC CSE Results 2024) তাঁর পরিবারেরই নয়, বরং গোটা মধ্যপ্রদেশের গর্ব হয়ে উঠেছেন।

একবারেই উত্তীর্ণ হন প্রিলিমস, মেনস ও ইন্টারভিউ

চান্দেরির মত ছোট শহর থেকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজ এবং সেখান থেকে তারপর ইউপিএসসিতে সাফল্য পর্যন্ত যাত্রা মোটেও সহজ ছিল না। হিন্দি মাধ্যমেই এই প্রস্তুতি নিয়েছিলেন বিবেক যাদব। আর সবথেকে আশ্চর্যের বিষয় হল প্রিলিমস, মেনস এবং ইন্টারভিউ এই তিনটি ধাপে একবারেই উত্তীর্ণ হয়েছেন বিবেক যাদব।

বিবেকের শিক্ষাজীবন

বিবেকের পরিবার আর্থিকভাবে শক্তিশালী ছিল না কোনওদিনই। তাঁর মা সেলাই করতেন জীবিকা নির্বাহের জন্য। বলা ভাল সেলাই মেশিন চালিয়েই পরিবারের সকলের মুখে অন্ন জোগাতেন তিনি। কিন্তু কোনও বাধাকেই তিনি বড় বলে মনে করেননি বিবেকের মা। ফলে বিবেকের সাফল্যে তাঁর মায়ের বিরাট অবদান রয়েছে। বিবেক যাদব চান্দেরির সরস্বতী বিদ্যা মন্দির থেকে স্কুলজীবন শেষ করেন এবং তারপর দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ইতিহাসে অনার্স সহ স্নাতক উত্তীর্ণ হন। তারপর ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বিবেক যাদব। বিগত তিন বছর ধরে তিনি সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

কখনও হাল ছাড়েননি তিনি

পড়াশোনার সময় তাঁকে অনেক আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু বিবেক কখনও হাল ছাড়েননি। আর বিবেকের সাফল্য এখন লক্ষ লক্ষ শিক্ষার্থীর কাছে অনুপ্রেরণা যাদের সম্পদ বেশি না থাকলেও অনেক বড় স্বপ্ন দেখতে ভালবাসেন তারা। কঠোর পরিশ্রম, নিষ্ঠায় একবারের চেষ্টাতেই ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন বিবেক যাদব। তবে তিনি পরে জানিয়েছেন তাঁর সাফল্যের পিছনে মক টেস্টের অনেক ভূমিকা রয়েছে।

২০২৪ সালের ১৬ জুন আয়োজিত হয়েছিল ইউপিএসসির সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা আর এরপরে ২০ সেপ্টেম্বর এবং ২৯ সেপ্টেম্বর তারিখে আয়োজিত হয়েছিল সিভিল সার্ভিসের মেনস পরীক্ষা।


Education Loan Information:

Calculate Education Loan EMI