কলকাতা: আগামীকাল ৯ মে। শুক্রবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।
তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): প্রভাব এবং গৌরব বৃদ্ধি পাবে। মাকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে। আপনার কথায় কেউ আপনার উপর রেগে যেতে পারে। কর্মক্ষেত্রে সম্মান পাবেন। অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন। বিনিয়োগ করতে পারেন।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): স্বাস্থ্যের দিক থেকে ভাল দিন। সন্তান কোনও সমস্যার সম্মুখীন হলে তা দূর হবে। মানসিক বোঝা থেকে মুক্তি পাবেন। ব্যবসায় চুক্তি চূড়ান্ত হবে। সহকর্মীরা আপনার কাজে পাশে থাকবে। দীর্ঘদিন ধরে কোনও কাজ নিয়ে চিন্তিত থাকলে তা মিটবে।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): ব্যয়বহুল দিন হতে চলেছে। চারপাশের পরিবেশ মনোরম থাকবে। ছোট বাচ্চারা আপনার কাছ থেকে কিছু চাইতে পারে। সন্তানের কাছ থেকে উপহার পেতে পারেন।কর্মক্ষেত্রে কারও কাছ থেকে কোনও সাহায্য চাইলে তা সহজেই পাবেন। পরিবারের কোনও সদস্যের বিয়েতে কোনও বাধা থাকলে তা দূর হবে।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): স্ত্রীর সমর্থন এবং সঙ্গ পাবেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কোনও লক্ষ্য অর্জন করতে পারবেন। কঠোর পরিশ্রমের ফল পাবেন। গুরুত্বপূর্ণ কাজের জন্য টাকা ধার করতে হতে পারে। আয়ের কথা মাথায় রেখে ব্যয় করতে হবে।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): ভালমন্দ মিশিয়ে কাটবে দিন। ব্যবসায়িক পরিকল্পনার প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে। বাবামায়ের আশীর্বাদে কাজ শেষ হবে। আর্থিক দিক থেকে ভাল দিন। কাজে বাধা থাকলে তা দূর হবে। কারও ক্ষতির কারণ হবেন না।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): পড়ুয়াদের জন্য ভাল দিন। সুসংবাদ শুনতে পারবেন। স্বাস্থ্যের প্রতিও যত্নবান হওয়া উচিত। পুরনো রোগ দেখা দিতে পারে। ভাইবোনদের সঙ্গে কোনও কাজের বিষয়ে কথা বলতে পারেন। কোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন