কলকাতা : আগামীকাল  বৃহস্পতিবার।  বাংলার ঘরে ঘরে লক্ষ্মীবার জ্যৈষ্ঠ মাসের বৃহস্পতিবারগুলি মা লক্ষ্মীর পুজোর জন্য আদর্শ। ধনলক্ষ্মীর আশীর্বদে আগামী ১৫ দিন কিছু রাশির জন্য সুখকর হবে। মে মাসে, সূর্য, বৃহস্পতি, শুক্র এবং বুধের রাশিচক্রে পরিবর্তন হচ্ছে, যে জন্য বেশ কিছু রাশির উপর শুভ ও অশুভ প্রভাব দেখা যাবে। জ্যোতিষীদের মতে, মে মাসে ৪ টি রাশিতে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকবে। তারা অর্থের দিক থেকে সমৃদ্ধশালী হবেষ  চাকরি এবং ব্যবসার ক্ষেত্রেও এই মাসটি আপনার জন্য ভালো যাবে। ২০২৪ সালের মে মাসে কোন ৪ টি রাশি বিশেষ উপকৃত হবে । আগামী ১৯ মে, সকাল ৮ টা ৫০ এ, শুক্র বৃষ রাশিতে যাবে, বৃহস্পতি এবং শুক্রের মিলনের জন্য গজলক্ষ্মী রাজযোগ গঠিত হবে।

Continues below advertisement

মেষ রাশি

মে মাসে এই যোগে উপকৃত হবে মেষ রাশি। মেষ রাশির জাতকদের জন্য মে মাসটি খুব শুভ হতে চলেছে। দেবী লক্ষ্মীর কৃপায় সম্পদ বৃদ্ধি পাবে। অর্থনৈতিক অবস্থা ভালো হবে। মেষ রাশির জাতকরা অসম্পূর্ণ কাজে সাফল্য পাবেন। চাকরিতেও পদোন্নতি পেতে পারেন। ব্যবসা সম্প্রসারণের প্রবল সম্ভাবনা রয়েছে।

Continues below advertisement

বৃষ রাশি

বৃষ রাশির জাতক হলে জীবনের অনেক  সমস্যা মে মাসে শেষ হবে। কর্মজীবনে শিক্ষার্থীরা সাফল্য পাবেন। চাকরির সন্ধান সম্পন্ন হবে। বৃষর জাতকদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পদন্নোতির সঙ্গে টাকাও বাড়বে।   বিদেশ সফরে যেতে পারেন।

সিংহ রাশি

সিংহ রাশির জাতকরা মে মাসে কর্মজীবনে উন্নতি লাভ করবেন।  চাকরি ক্ষেত্রে অনেক সুবর্ণ সুযোগ পাবেন। অফিসে আপনার কাজের প্রশংসা হবে,যা আপনার কেরিয়ার গ্রাফকে আরও উঁচুতে নিয়ে যাবে। এই রাশির জাতকদের নতুন আয়ের উৎস আসবে। আপনি কিছু পুরানো বিনিয়োগ থেকে ভাল টাকা পাবেন। পৈতৃক সম্পত্তিও পেতে পারেন। 

ধনু রাশি

ধনু রাশির জাতক হলে কর্মজীবনে আপনার ইচ্ছা পূরণের পূর্ণ সুযোগ থাকবে।  চাকরিতে আপনার দক্ষতা সকলের প্রশংসা কুড়িয়ে নেবে। কর্মক্ষেত্রে আপনি বুদ্ধিমত্তার পরিচয় দেবেন।  প্রতিপক্ষকে টেক্কা দিতে পারবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের সঙ্গে নতুন চুক্তি চূড়ান্ত হতে পারে।  

তবে মনে রাখতে হবে রাশিফল শুধুমাত্র পূর্বাভাস মাত্র। প্রতি মানুষের ভাগ্য ও পরিস্থিতি আলাদা। জ্যোতিষ অনুসারে অবস্থানও আলাদা। তাই সম্ভাবনাকে নিশ্চিত হিসেবে ভাবা ঠিক নয়। 

ডিসক্লেমার :  এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।