গুরু গোচর ২০২৬: গুরু গ্রহ অর্থাৎ বৃহস্পতির গোচর জ্যোতিষশাস্ত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে জ্ঞান, ভাগ্য, ধর্ম, সন্তান, বৈবাহিক জীবনের কারক হিসেবে বিবেচনা করা হয়। গুরু গোচরের ফলে যে কোনও ব্যক্তির বুদ্ধি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, উচ্চ শিক্ষা, ভাগ্য এবং আধ্যাত্মিকতার উপর প্রভাব পড়ে। ২০২৬ সালে গুরুগ্রহ দুবার গোচর করবে। এছাড়াও বছরের শুরুতে গুরুর গ্রহের সঙ্গে সংযোগে গজকেশরী রাজযোগও গঠিত হবে। এমতাবস্থায় কোন রাশির ভাগ্য পরিবর্তন হবে, কার খারাপ দিন কাটবে, আসুন জেনে নিই।

Continues below advertisement


গুরু গোচর ২০২৬



  • প্রথম গোচর - ২ জুন ২০২৬, মঙ্গলবার সকাল ০২:২৫ মিনিটে গুরু কর্কট রাশিতে প্রবেশ করবে। এটি চন্দ্রের রাশি।

  • দ্বিতীয় গোচর - ৩১ অক্টোবর ২০২৬, শনিবার দুপুর ১২.৫০ মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করবে। এটি সূর্যের রাশি।


গুরু গোচর ২০২৬ রাশিদের লাভ                    


বৃষ রাশি - বৃষ রাশির জাতকদের জন্য ২০২৬ সৌভাগ্য নিয়ে আসছে। যাঁর দীর্ঘদিন ধরে যে আর্থিক সমস্যা চলছে, তাঁদের সমাধান হবে। স্বাস্থ্য ভালো হবে। সন্তান সংক্রান্ত চিন্তা দূর হবে। অবিবাহিতদের বিবাহের ভালো প্রস্তাব আসবে। কিছু নতুন দায়িত্ব বাড়তে পারে, তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজে খুশি হবেন এবং আপনার প্রচেষ্টার প্রশংসা করবেন। উপার্জনের পথ বাড়বে।


মিথুন রাশি - বছরের শুরুতে গুরু মিথুন রাশিতে চন্দ্রের সঙ্গে মিলিত হয়ে গজকেসরি যোগ তৈরি করবে। এমন পরিস্থিতিতে আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আয়ও বৃদ্ধি পাবে। বিনিয়োগের ক্ষেত্রে লাভ হবে। বিবাহিত জীবনে চলা বিবাদ মিটে যাবে। ব্যবসার সমস্যার সমাধান খুঁজে বের করতে সফল হবেন। আর্থিক অবস্থা শক্তিশালী হবে।


সিংহ রাশি - ২০২৬ সিংহ রাশির জাতকদের জন্য শুভ হতে পারে। গুরু এই বছর মার্গী হয়ে আপনাকে ইনকামের ক্ষেত্রে লাভ দেবেন। নতুন মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে যা আপনাকে ব্যবসায় সুবিধা দেবে। 







ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।