Samsung Galaxy Tab: কাজের জন্য ট্যাব কিনবেন ভাবছেন? স্যামসাং নিয়ে এল সুখবর। ২৫ হাজার টাকার কমেই লঞ্চ হয়েছে গ্যালাক্সি ট্যাব। দাম মাঝামাঝি রেঞ্জে হলেও ফিচার রয়েছে যথেষ্ট আকর্ষণীয়। স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ১১ প্লাস লঞ্চ হয়েছে ভারতে। স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই ট্যাবে রয়েছে বড় সাইজের ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারি। ভারতে এই ট্যাব লঞ্চ হয়েছে ওয়াই-ফাই অনলি এবং সেলুলার প্লাস ওয়াই-ফাই কানেক্টিভিটি - এই দুই ভ্যারিয়েন্টে। দুটো স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ১১ প্লাস - এই ট্যাবলেটটি। ৭০৪০ এমএএইচের ব্যাটারি এবং ২৫ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে এই ট্যাবে। 

Continues below advertisement


স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ১১ প্লাস - এই ট্যাবের দাম ভারতে কত টাকা 


এই ট্যাবের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ওয়াই-ফাই অনলি ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা। আর একই র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনের ওয়াই-ফাই প্লাস সেলুলার (৫জি) কানেক্টিভিটির মডেলের দাম ২৬,৯৯৯ টাকা। 


এই ট্যাবের ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ কনফিগারেশনের ওয়াই-ফাই অনলি ভ্যারিয়েন্টের দাম ২৮,৯৯৯ টাকা। একই কনফিগারেশনের ওয়াই-ফাই প্লাস সেলুলার কানেক্টিভিটি যুক্ত মডেলের দাম ৩২,৯৯৯ টাকা। 


গ্রে এবং সিলভার শেডে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ১১ প্লাস - এই ট্যাবলেটটি। স্যামসাং সংস্থার ওয়েবসাইট থেকে এই ট্যাব কিনলে ছাড় পাবেন ক্রেতারা। 


স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ১১ প্লাস মডেলে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে 



  • ১১ ইঞ্চির TFT LCD স্ক্রিন রয়েছে এই ট্যাবে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ট্যাবের কোয়াড স্পিকারে Dolby Atmos সাপোর্ট রয়েছে। 

  • মিডিয়াটেক MT8775 প্রসেসর রয়েছে এই ট্যাবে। এর সঙ্গে সর্বোচ্চ ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। 

  • এই ট্যাব পরিচালিত হবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ১৬ বেসড One UI 8 ইন্টারফেসের সাহায্যে।

  • ৭ বছরের জন্য অপারেটিং সিস্টে, এবং সিকিউরিটি আপডেট পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ১১ প্লাস - এই ট্যাবে। 

  • স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ১১ প্লাস ট্যাবে একটি ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে, যেখানে অটো ফোকাস ফিচারের সাপোর্ট রয়েছে। ট্যাবের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • এই ট্যাব একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে ট্যাব সহজে নষ্ট হয়ে যাবে না।