ভক্তদের ডাকে খুব সহজে সাড়া দে বজরঙ্গবলী। মনে করা হয়, হনুমা জী অমর। আপনার আমার আশেপাশেই আছেন। তাই তিনি ভক্তদের ডাক শুনতে পান সহজেই। হনুমান ভক্তরা রোজ হনুমান চালিশা পাঠে ভরসা রাখেন। অনেকে আবার বজরং বাণ পাঠ করেন। কেউ কেউ পাঠ করেন হনুমান বাহুক। প্রত্যেকটির আলাদা আলাদা গুরুত্ব আছে। হিন্দুধর্মে বিশ্বাস, হনুমান বাহুক এমন একটি শ্লোকমালা, যা পাঠ করলে অভূতপূর্ব ইতিবাচক শক্ত মেলে। তবে এটা পাঠেরও নির্দিষ্ট সময় আছে। ষোড়শ শতকের কবি এবং ভগবান রামের একান্ত ভক্ত সাধক তুলসীদাস বিরচিত এই হনুমান বাহুক। এই শক্তিশালী প্রার্থনা ভক্তদের জীবনে নানা বাধা, অসুস্থতা এবং নানা চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সাহায্য করে । হনুমানজীর আরেক নাম সঙ্কটমোচন । তিনি মাথার উপর থেকে বিপদ কাটিয়ে দেন অনেকেরই। তাই সকলে তাঁর পুজো করে। হনুমানজীর কৃপা পাওয়া যায় একটু ভক্তি ভরে ডাকলেই।
মনে করা হয়, শ্রীরামের ভক্ত যাঁরা, তাঁরা সহজেই হনুমানজীর দয়া পান। তাই হনুমানজীর কৃপা পেতে গেলে আগে রামচন্দ্রকে তুষ্ট করতে হয়। কয়েকটি রাশি ভগবান হনুমানের বড় প্রিয়। তাঁরা সবসময় বজরঙ্গবলীর সুনজরে থাকে সৎ পথে থাকলে। সিংহ রাশির জাতকরা ভক্তিভরে ভগবান হনুমানের পুজো করলে সহজে সাড়া পান। সিংহ রাশির জাতক জাতিকাদের শাসক গ্রহ হল সূর্য । এই রাশির জাতকরা সত্যিকারের মন দিয়ে হনুমানের পূজা করলে হনুমানজি তাঁদের দয়া করে থাকেন।
বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল । এই গ্রহের দেবতা হনুমানজী। তাঁদের মধ্যে বজরঙ্গবলীর মতো সাহস ও বীরত্ব আছে। এঁদের যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা থাকে । বৃশ্চিক রাশির জাতকরা হনুমানজীর পুজো করলে সাড়া পান সহজেই। শুধু যেভাবে পুজো করবেন, যেটুকু করবেন, সেটা ভক্তিভরে করুন।
মকর রাশির জাতক জাতিকারা শৃঙ্খলাবদ্ধ এবং পরিশ্রমী হয়। হনুমানজীর প্রতি তাদের গভীর ভক্তি থাকে। মকর রাশির শাসক গ্রহ হলেন শনি। মকর রাশির জাতকরা হনুমানজীর প্রতি অটুট আনুগত্য রাখে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, কোনও কাজে সাফল্য পেতে ভগবান হনুমানকে একটি লাল পতাকা অর্পণ করুন। এই ত্রিভুজ আকৃতির পতাকা অর্পণের আগে ভগবান রামের নাম লিখুন তাতে। মন্দিরে এরকম পতাকা উত্তোলন করলে কাজে বাধা দূর হবে।
ধনু রাশির জাতক জাতিকাদের হনুমানজীর প্রতি প্রকৃত ভক্তি থাকে। এই গ্রহের অধিপতি বৃহস্পতি। তিনি জ্ঞান ও আধ্যাত্মিকতার কারক। অতএব,ধনু রাশির জাতকদের মধ্যে আধ্যাত্মিকভাব প্রবল। ধনু রাশির জাতক জাতিকারা পূর্ণ হৃদয় ও ভক্তি সহকারে হনুমানজীর পুজো করেন । তাঁরা হনুমানজীর আশীর্বাদও পান সহজে। এর মাধ্যমে তাঁদের জীবনের অনেক সমস্যা সহজেই সমাধান হয়ে যায়।
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।