কলকাতা : বহুদিন ধরে আটকে রয়েছে কাজ ? কিছুতেই কাটছে না বাধা ? বারবার তীরে এসেও তরী ডোবে ? ভাবছেন নির্ঘাৎ কোনও গ্রহের দোষ রয়েছে আপনার ভাগ্যে ? অসফল হলেও তো মানুষের মনে এমন অনেক ভাবনা আসে। তবে মঙ্গলবার এমন কিছু করতে পারেন, যাতে কেটে যেতে পারে কঠিন সময়। ঠিক দিশায় এগোতে পারে আপনার কাঙ্খিত কাজ।
Hanumanji Puja : খুলে যাবে গেরো, বহুদিনের আটকে থাকা কাজ হবে মসৃণ, হনুমানজিকে নিবেদন করুন এই ছোট্ট জিনিস
ABP Ananda
Updated at:
30 Apr 2024 07:51 AM (IST)
Edited By: Nibedita Bhattacharya
Mangalwar Upay: বজরংবলীর পুজোয় বিশেষ আয়োজন লাগে না। কয়েকটি ছোট ছোট আয়োজনেই সুষ্ঠ ভাবে সম্পন্ন হতে পারে আপনার কাজ।
হনুমানজির পুজো করা হয় মঙ্গলবার
NEXT
PREV
জ্যোতিষ (astro) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
30 Apr 2024 07:51 AM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -