Heat Wave Related Health Issues: তীব্র তাপপবাহের কারণে এখন অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন । রোজ রাস্তায় বেরোলে কারও না কারও সঙ্গে ঘটে চলেছে এমন মর্মান্তিক ঘটনা। হিটওয়েভের জেরে শরীরের বেশ কিছু অঙ্গের ক্ষতি হয়‌। তবে প্রথম কোন অঙ্গের উপর প্রভাব ফেলে বর্ধিত তাপমাত্রা ? শরীরের কোন অংশকে দ্রুত বিপদের দিকে ঠেলে দেয়  হিটওয়েভ?


প্রথমেই শরীরের যে অংশে…



  • সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের একটি সূত্র বলছে তীব্র তাপপ্রবাহ হলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর প্রভাব পড়ে। 

  • এর পর আমাদের সারা শরীরের সংবহন তন্ত্রের উপরে প্রভাব পড়ে হিটওয়েভের। এখানে সংবহন তন্ত্র বলতে বোঝানো হয় মূলত রক্ত সংবহন তন্ত্রকে। অর্থাৎ যাকে ইংরেজিতে কার্ডিওকাসকুলার সিস্টেম বলা হয়। 

  • এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে হার্ট। ফলে হার্টের উপরেও প্রভাব পড়ে হিটওয়েভের।


কেন্দ্রীয় অঙ্গ থেকে অন্যান্য অঙ্গে 



  • কেন্দ্রীয় অঙ্গ থেকে অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ে রক্ত। অতিরিক্ত ডিহাইড্রেশন হলে শরীরে জল কমে যায়‌ এর ফলে রক্তেরও ঘনত্ব কমতে থাকে। 

  • এই সময় কেন্দ্রীয় অঙ্গ থেকে রক্ত শরীরের অন্যান্য অঙ্গগুলিতে ছড়িয়ে পড়ে। এর ফলে রক্তচাপ পড়তে থাকে রক্তচাপ দ্রুত কমে গেলে অজ্ঞান হয়ে পড়ে একজন ব্যক্তি। 

  • তবে শরীরের নানা অঙ্গে রক্তের প্রবাহ সঠিক বজায় রাখতে হার্ট এই সময় বেশি পরিশ্রম করে। ফলে হার্টের পাম্প বেড়ে যায় এবং হৃদস্পন্দনও বাড়তে থাকে।

  • রক্তচাপের হেরফের হয় বলেই প্রভাব পড়ে কিডনিতে। কিডনির মধ্যে দিয়ে রক্তচাপ বেড়ে বা কমে গেলে রক্ত ঠিকভাবে পরিশ্রুত হয় না। যার জেরে কিডনিও বিকল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।


কাদের ঝুঁকি বেশি ?



  • বয়স যদি ৬৫ বছরের বেশি হয় বা চার বছরের কম হয়। 

  • শরীর থেকে জলের পরিমাণ যদি অনেকটা কমে যায়‌।

  • রোদের মধ্যে অনেকক্ষণ থাকলে।

  • দীর্ঘ সময় রোদে কাজ করতে হলে।

  • মদ্যপান বেশি করলে।

  • শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য নষ্ট হয়ে গেলে। 


তীব্র তাপপবাহে কী কী হতে পারে ?


তাপপবাহের কারণে শরীরের বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে অন্যতম হল ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, হিট এডেমা, হিট এক্সসন, ঘামাচি ইত্যাদি। 


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন - Health News: তীব্র কাশি ও শ্বাসকষ্ট, ফুসফুসে অস্ত্রোপচার করতেই মিলল হলুদের বাসা !