Holi 2024 : হোলি বা দোল উৎসব মানেই সবার রঙে রং মেলানোর খেলা। হোলি সর্বভারতীয় উৎসব। একেক জায়গায় একেক নাম, একেক রীতি।  হোলি বা দোল উৎসব হল ভ্রাতৃত্ব, পারস্পরিক ভালবাসা এবং সৌহার্দ্যের উৎসব।  হোলির আগের দিন হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার দিন (Holika Dahan 2024)। ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমায় সারা দেশে রঙের উৎসব পালিত হয়। হিন্দু ধর্মমতে, দোল বা হোলির আগের দিন হোলিকা দহনের মাধ্যমে খারাপ শক্তির বিরুদ্ধে ইতিবাচক শক্তির জয়ের উৎসব পালন হয়।  এবার জ্যোতিষ শাস্ত্র অনুসারে হোলিতে তৈরি হচ্ছে বিশেষ যোগ। এ দিন, বৃদ্ধি যোগ এবং ধ্রুব যোগ গঠিত হবে। বৃদ্ধি যোগে যে কোনও কাজ সাফল্যের বার্তা নিয়ে আসে। আর এই যোগ ব্যবসার জন্য খুবই উপকারী বলে মনে করা হয়। এছাড়াও, ধ্রুব যোগ চন্দ্র এবং সমস্ত রাশিচক্রের উপর ভাল প্রভাব ফেলে। এছাড়া উত্তর ফাল্গুনী ও হস্ত নক্ষত্রও এই দিনে গঠিত হচ্ছে।  


এই দুই যোগ কোনও কোনও রাশির ক্ষেত্রে খুবই লাভদায়ক হতে পারে।  নতুন নতুন মাধ্যম থেকে রোজগার করতে সফল হবেন এই রাশির জাতকরা।  রোজগারে বিপুল বৃদ্ধি হতে পারে। ব্যবসার সঙ্গে জড়িত সমস্ত প্রকল্পে লাভ হতে পারে। সন্তান সম্পর্কে ভালো কোনও খবর পেতে পারেন। বিনিয়োগ থেকে ভালো লাভ হবে।   



বৃষ রাশি হলে কুণ্ডলীতে শুভ যোগ আছে। কেরিয়ারেও উন্নতির ইঙ্গিত রয়েছে। কর্মস্থলেও শুভ যোগ তৈরি হচ্ছে। ফলে লাভবান হতে পারেন অনেক রাশি। টাকা পয়সার দিক থেকে হবে অনেক লাভ হতে পারে আর সঞ্চয়ও বাড়বে। যাঁরা চাকরির খোঁজ করছেন তাঁরাও ভাল খবর পেতে পারেন।  ব্যবসা করেন যাঁরা তাঁদের জন্যও দারুণ সময় । পারিবারিক ক্ষেত্রেও সুখবর পেতে পারেন।   


মকর রাশি হলে এই যুতিতে সমৃদ্ধ অনিবার্য।  এই রাশির জাতকদের সম্পত্তির বৃদ্ধি হবে। এই সময় আপনার নতুন কোনও কাজের শুভ সূচনা হতে পারে। এই রাশির জাতক - জাতিকারা কথায় মানুষকে মুগ্ধ করতে পারেন। এই সময়টায় সঞ্চয় বাড়বে।  এই রাশির জাতক - জাতিকাদের ব্যক্তিত্বে আলাদা মাত্রা তৈরি হবে। অনেকের  ইতিবাচক  ইচ্ছে পূরণ হবে। উচ্চ পদে আসীন কারও সঙ্গে যোগাযোগ হতে পারে, যার লাভ পাবেন ভবিষ্যতে। 


ডিসক্লেমার :  এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।