Holi 2024 Health Tips: দোলে অবলা প্রাণীদের রং দেওয়া কেন উচিত নয় ? কী হয় এতে ?

রং-এ বিপদ বহু (ছবি সৌজন্য - পিটিআই)
Holi 2024 Tips to Keep Pets Safe: দোলে অবলা প্রাণীদের কেন রং দেওয়া উচিত নয় ? এতে কী হয় ? এই নিয়ে এবিপি লাইভের সঙ্গে বিশদে আলোচনা করলেন বিশেষজ্ঞ চিকিৎসক।
কলকাতা: দোলে রং খেলার উৎসবে পরিচিত সকলে যুক্ত হলে যেন আনন্দ বহুগুণ বেড়ে যায়। কিন্তু একান্তই মানুষের উৎসবে অনেকে পোষ্যদেরও যুক্ত করতে চান। কিছু ক্ষেত্রে তারা পরিবারের সদস্য তাই। কিছু
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে



