Astro Tips : বদলে যাচ্ছে বৃহস্পতির অবস্থান, কুম্ভে আছে শনি, যৌথ প্রভাবে এই রাশিগুলির জীবনে ধামাকা !
ABP Ananda
Updated at:
22 Nov 2023 07:38 AM (IST)
Edited By: Nibedita Bhattacharya
Astro Tips : বৃহস্পতি ২০২৪ সালের মে মাসে মেষ থেকে বৃষ রাশিতে চলে যাবে। শনি বর্তমানে কুম্ভ রাশিতে উপবিষ্ট এবং সারা বছর সেখানেই অবস্থান করবে। এর ফলে কী হবে ?
এই রাশিগুলির জীবনে ধামাকা !
NEXT
PREV
জ্যোতিষ (astro) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
22 Nov 2023 07:38 AM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -