কলকাতা : বছর প্রায় শেষ। নতুন বছরের অপেক্ষা। আগামী বছর কেমন কাটবে এই নিয়ে সকলেরই আগ্রহ থাকে কম বেশি। রাশিচক্রের উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে শনি এবং বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্র বলছে, এই শনি ও গুরুগ্রহের অনুগ্রহ থাকলে ভাগ্য উজ্জ্বল হবে।






জ্যোতিষশাস্ত্রে গ্রহের গতিবিধির বিশেষ গুরুত্ব রয়েছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের অবস্থান ও স্থান পরিবর্তন যে কোনও  ব্যক্তির জীবনে খুব প্রভাব বিস্তার করে। শীঘ্রই নতুন বছর ২০২৪ শুরু হতে যাচ্ছে। শনি ২০২৪ সালে স্থান পরিবর্তন করবে না। এই গ্রহের প্রভাব সব রাশির উপরই থাকবে। 


অন্যদিকে গুরুগ্রহের প্রভাবও থাকবে অনেক রাশির উপর। বৃহস্পতি ২০২৪  সালের মে মাসে মেষ থেকে বৃষ রাশিতে চলে যাবে। শনি বর্তমানে কুম্ভ রাশিতে উপবিষ্ট এবং সারা বছর সেখানেই অবস্থান করবে। শনি বর্তমানে কুম্ভ রাশিতে প্রত্যক্ষ অবস্থায় রয়েছে । ১ মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করবে। ২০২৪ সালে, শনি কুম্ভ রাশিতে এবং বৃহস্পতি মেষ এবং বৃষ রাশিতে থাকা কিছু রাশির উপর ভাল প্রভাব ফেলতে পারে। 


 

বৃষ রাশি়

২০২৪ সাল বৃষ রাশির জাতকদের জন্য খুব শুভ প্রমাণিতহতে পারে ৷ ২০২৪ সালের মে মাসে, বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করবে। বৃষ রাশির জাতক জাতিকারা ২০২৪ সালে সহজে সাফল্য পাবেন। আগামী বছরটি চাকুরিরতদেরর জন্য খুবই শুভ হতে চলেছে। আপনি হঠাৎ করে আর্থিক লাভ করতে পারবেন। যাঁরা ব্যবসা করছেন, তাঁরা ভাল লাভ পাবেন। 


সিংহ রাশি
২০২৪ সালে কুম্ভ রাশিতে শনির গমন এবং বৃহস্পতির রাশি পরিবর্তন খুবই উপকারী প্রমাণিত হতে চলেছে। আপনি আপনার উপর শনি এবং কুম্ভের ইতিবাচক প্রভাব দেখতে পাবেন। কর্মজীবন ও ব্যবসায় ভাল সাফল্য দেখতে পাবেন। চাকরিজীবীরা নতুন আয়ের সুযোগ পাবেন। জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে। এই দুটি গ্রহই আপনার ভাগ্যে গুরুত্বপূর্ণ হতে চলেছে। 

 


কুম্ভ রাশি
২০২৪ সালে শনি কুম্ভ রাশিতে অবস্থান করবে। কুম্ভ হল শনির আপন রাশি, তাই আপনি লাভের অনেক সুযোগ পাবেন। আপনি সারা বছর বৈষয়িক আনন্দ এবং সুখ পাবেন। সম্মান ও খ্যাতি লাভ করবে। চাকরিতে ভালো অফার পাবেন।কর্মক্ষেত্রে সাফল্য ও আর্থিক লাভের লক্ষণ রয়েছে। চাকরিতে অগ্রগতি এবং ব্যবসায় উন্নতি হবে। ভাগ্য আপনার পক্ষে থাকবে যার জন্য  উপার্জনের শুভ লক্ষণ রয়েছে।  


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)