দুবাই: বছরের শুরু দিকেই ড্যানিয়েল ম্যাকঘেয়ে ক্রিকেট মহলে শোরগোল ফেলে দিয়েছিলেন। তিনিই প্রথম রূপান্তরকামী (Transgender) ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন। তবে আইসিসির (ICC) নতুন লিঙ্গ সংক্রান্ত যোগ্যতার নিয়ম-কানুন অনুযায়ী তাঁর আর মহিলা দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হবে না। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী রূপান্তরকামীরা আর মহিলাদের ক্রিকেটে অংশগ্রহণ করতে পারবেন না।


মঙ্গলবার, ২১ নভেম্বর আইসিসির তরফে যে নতুন নিয়মে সম্মতি দেওয়া হয়েছে, সেই নিয়ম অনুযায়ী যে কোনও খেলোয়াড় যারা পুরুষ থেকে মহিলায় রূপান্তরিত হয়েছেন এবং পুরুষালি সন্ধিক্ষণের মধ্যে দিয়ে গিয়েছেন, তারপর তাঁরা যতই অস্ত্রোপ্রচার করান না কেন, মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁরা অংশগ্রহণ করতে পারবেন না। ২৯ বছর বয়সি ম্যাকঘেয়ের আদপে অস্ট্রেলিয়ায় জন্ম হলেও, তিনি ২০২০ সালে কানাডায় স্থানান্তরিত হন। পরের বছরই তিনি পুরুষ থেকে মহিলায় রূপান্তরিত হন। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ম্যাকঘেয়ে আমেরিকার মহিলাদের টি-টোয়েন্টি কোয়ালিফায়ারে কানাডার হয়ে খেলেন।


এই টুর্নামেন্টের মাধ্যমেই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতাঅর্জনও করা যাবে। এখনও পর্যন্ত ম্যাকঘেয়ে ছয়টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৯৫.৯৩-র স্ট্রাইক রেট এবং ১৯.৬৬ গড়ে ১১৮ রান করেছেন। ব্রাজিল ক্রিকেট দলের অধিনায়ক রবার্তা মোরত্তি আভেরি এই ঘটনাটিকে দুর্ভাগ্যজনক আখ্যা দেন। আভেরির ব্রাজিলিয়ান দলের বিরুদ্ধেই ম্যাকঘেয়ে নিজের কেরিয়ারের সেরা ৪৮ রানের ইনিংসটি খেলেন।


সরল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ


সম্প্রতি আইসিসি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করেছিল। এবার দ্বীপরাষ্ট্র থেকে পরের বছরের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আয়োজনের অধিকারও কেড়ে নেওয়া হল। 


আইসিসির বৈঠকে শ্রীলঙ্কান ক্রিকেটের প্রতিনিধিদের দিকটা শোনার পর আইসিসি সিদ্ধান্ত নেওয়া হয় যে শ্রীলঙ্কান দলগুলি আন্তর্জাতিক মঞ্চে দ্বিপাক্ষিক সিরিজ খেলার পাশাপাশি আইসিসির বিভিন্ন টুর্নামেন্টেও অংশগ্রহণ করতে পারবে। পরের বছর আইসিসির অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আয়োজন হওয়ার কথা ছিল দ্বীপরাষ্ট্রে। তবে ২০২৪ সালে এই টুর্নামেন্টটি আর শ্রীলঙ্কায় আয়োজিত হবে না। পরিবর্তে সেটি দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানানো হয়। শ্রীলঙ্কান দলের বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের পর সেই দেশের সরকার ক্রিকেট বোর্ডের কার্যকলাপে হস্তক্ষেপ করার ফলেই আইসিসি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে নির্বাসিত করে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


আরও পড়ুন: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলতে ভারতে আসছেন রশিদ খানরা