কলকাতা : সকলেই এখন নতুন বছরের অপেক্ষায়। ২০২৫-এর আগমনের আগে জেনে নেওয়া ভাল বছরটা কেমন কাটবে। নতুন বছরে কি আপনার ইচ্ছা পূরণ হবে ? স্বপ্ন কি ডানা মিলবে ? চলুন জেনে নেওয়া যাক ২০২৫ সালে কাদের মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। কাদের ভাল সময় কাটবে।
বৃষ রাশি (Brisha Rashi)- বৃষ রাশির জাতকদের জন্য নতুন বছরটি দারুণ হতে চলেছে। ২০২৪ সালে বৃষ রাশির জাতকরা যে কঠোর পরিশ্রম করেছেন ২০২৫ সালে তার ফল পাবেন। নতুন বছরে নিজেকে প্রমাণ করতে পারবেন। যে কোনো কাজে পরিশ্রমী হোন। নিজের চেষ্টায় কোনও খামতি রাখবেন না। আপনি অবশ্যই সাফল্য পাবেন। জুলাই মাস বৃষ রাশির জাতকদের জন্য বিশেষ হতে পারে। পরিবারে সকলের সঙ্গ পাবেন। যাঁরা সিঙ্গল আছেন, তাঁদের জীবনে কারো প্রবেশ হতে পারে।
কর্কট রাশি (Karkat Rashi)- ২০২৫ সাল কর্কট রাশির জাতকদের জন্য ভালো হতে চলেছে। এই বছর, আপনি আপনার জীবনের সুখ, শান্তি এবং সমৃদ্ধির জন্য আপনার স্বপ্নকে বাস্তব করার পথে এগিয়ে যেতে সক্ষম হবেন। নতুন বছরে অপ্রয়োজনীয় বিনিয়োগ থেকে সাবধান থাকুন। বড় চুক্তি পেতে পারেন। যার জন্য আপনি অনেক দিন অপেক্ষা করেছিলেন। চাকরিজীবীদের কথা বললে কাজে লাভের পাশাপাশি আয়ও বাড়বে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য নতুন বছরটি গত বছরের তুলনায় ভালো বছর হতে পারে।
বৃশ্চিক রাশি (Brishchik Rashi)- নতুন বছর বৃশ্চিক রাশির জাতকদের জন্য আনন্দ বয়ে আনবে। এই নতুন বছরে আপনার আত্মবিশ্বাস ধরে রাখুন। আপনি যদি ব্যবসা করেন তবে অবশ্যই পরামর্শদাতার পরামর্শ অনুসরণ করুন এবং এগিয়ে যান। আপনি যদি চাকরি করেন তাহলে নতুন বছরটি আপনার জন্য আনন্দের হতে পারে। কাজের প্রতি আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমকে হ্রাস পেতে দেবেন না। নতুন বছরে আপনার কাজের মান এবং আপনার পারফরম্যান্স ভালো হবে। শিক্ষার্থীদের জন্য এই বছরটি চমৎকার প্রমাণিত হতে পারে। প্রেমে সঙ্গীর হৃদয়ের গভীরে পৌঁছে যাবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।