সুনীত হালদার, হাওড়া: হলুদ ট্যাক্সিকে কলকাতার ঐতিহ্য হিসেবে মর্যাদা দিতে হবে। এই দাবিতে হাওড়া স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডে বিক্ষোভ কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি সেবা দলের।
আজ দুপুর বারোটা নাগাদ হলুদ ট্যাক্সি চালকরা হাওড়া স্টেশন লাগোয়া ট্যাক্সি স্ট্যান্ডে পতাকা এবং প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান। চালকদের বক্তব্য, 'কলকাতার সঙ্গে হলুদ ট্যাক্সির সম্পর্ক অনেক পুরনো। তাই এর হেরিটেজ হিসাবে মর্যাদা চাই। আই এন টি ইউ সি সেবা দলের সভাপতি প্রমোদ পাণ্ডে বলেন ১৫ বছরের পর ট্যাক্সির আয়ু শেষ। তাই ইঞ্জিন বদলে যাতে আরো ১০ বছর ওই ট্যাক্সি চালানো যায়। তার অনুমতি দিতে হবে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে বয়সের কারণে প্রায় আড়াই হাজার হলুদ ট্যাক্সি কলকাতার রাস্তা থেকে উঠে যাবে। সেক্ষেত্রে চালকরা আর্থিক সঙ্কটে পড়বেন। রাজ্য মহিলা আইএনটিইউসির সভানেত্রী শ্রাবন্তী সিং বলেন, 'কলকাতা এবং মুম্বাই এর নামজাদা অভিনেত্রীরা হলুদ ট্যাক্সির সমর্থনে বক্তব্য রেখেছেন। যেহেতু কলকাতার সংস্কৃতির সঙ্গে এই ট্যাক্সি বহুদিন জড়িত তাই এর সংরক্ষণ করা উচিত। প্রয়োজনে এই ব্যাপারে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন।'
সম্প্রতি ট্রামকে টিকিয়ে রাখার স্বার্থে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান করেছিল কলকাতার ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। স্বাক্ষর করেছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে চলেছিল গণস্বাক্ষর সংগ্রহ অভিযান। বহু মানুষের নানা আবেগের সঙ্গে জড়িত সেই ট্রামই নাকি জায়গা করে নিতে চলেছে স্মৃতির পাতায়! কারণ কয়েকমাস আগেই রাজ্য পরিবহণ দফতরের থেকে কলকাতা থেকে ট্রাম পরিষেবা তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যের পরিবহণমন্ত্রী জানিয়েছেন, শুধুমাত্র ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত পর্যটকদের জন্য চলবে একটি সুসজ্জিত হেরিটেজ ট্রাম।
পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেছিলেন, 'এসপ্লানেড থেকে ময়দান পর্যন্ত হেরিটেজ আকারে একটি সুসজ্জিত ট্রাম থাকবে। যাঁরা কলকাতায় আসবেন তাঁরা চাপবেন। একটি জনস্বার্থ মামলা চলছে। কোর্টও জানতে চেয়েছে আমাদের সিদ্ধান্ত। বাকি কোনও রুটে ট্রাম চলবে না। লাইনও তুলে ফেলব। রাস্তা বাড়েনি। যান বেড়েছে। তাই যানজট হচ্ছে। এভাবে ট্রান চালানো অসম্ভব।' সরকারের এই সিদ্ধান্তের পরেই কোমর বেঁধে নেমেছেন ট্রামপ্রেমীরা। কলকাতা হাইকোর্টে ঠোকা হয়েছে জনস্বার্থ মামলা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।