ধনু রাশির বার্ষিক রাশিফল ​​২০২৫ : নতুন বছরটা ধনু রাশির জন্য মধ্যম হতে চলেছে। বেশ  উত্তেজনাপূর্ণ হবে বছরটা।  তবে এপ্রিল থেকে কোনও ঘটনা ভয়ে রাখতে পারে। শনি কুম্ভ থেকে মীন রাশিতে যাওয়ার পর অর্ধাষ্টম শনি শুরু হবে এঁদের।  ফলে কিছু সমস্যা অনিবার্য এই রাশির জাতকদের। কর্মীদের জন্য কাজের চাপ বেশি কিন্তু তারা সেই অনুযায়ী ফল পায়।  শিক্ষার্থীরা যতই চেষ্টা করুক না কেন, ফলাফল মাঝারিই হবে। যারা বেশি পরিশ্রম করেন তারা মধ্যম ফল পাবেন। ব্যক্তিগত জীবনে বিরক্তি আসতে বাধ্য । রাজনৈতিক নেতাদের চাপে থাকতে হবে।  


আরও পড়ুন : চাকরির যোগ কন্যার, লাভের পর লাভ সিংহর, আপনার ২০২৫ কেমন ? ( সিংহ থেকে বৃশ্চিক ) 


মকর রাশির বার্ষিক রাশিফল ​​২০২৫ : মকর রাশি যাঁদের, তাঁরা বছরের পর বছর ধরে শনির রোষ থেকে স্বস্তি পাবেন। মার্চের শেষে শনি কুম্ভ থেকে মীন রাশিতে যাত্রা করবে। তারপর থেকে সবকিছু আপনার জন্য ভাল কাটতে পারে। ২০২৫ সালে, কর্মীরা পদোন্নতির  খবর পেতে পারেন।  ব্যবসার প্রসার ঘটবে। বেকাররা ভালো চাকরি পেতে পারেন। ২০২৫ সালে, রাজনীতিবিদদের উপর চাপ বাড়বে। রাগ করে কোনো সিদ্ধান্ত নেবেন না। শিক্ষার্থীরা পরিশ্রম করলেই ভালো ফল পাবে। ঝগড়া এড়িয়ে চলতে হবে।   


কুম্ভ রাশির বার্ষিক রাশিফল ​​২০২৫ - এই বছরে বেশিরভাগ সমস্যাগুলি থেকে স্বস্তি পাবেন। চাকরি, শিক্ষা, ব্যক্তিগত জীবন ও ব্যবসায় ভালো ফল পাওয়া যাবে। বছরের শুরুতে কিছু অসুবিধা আসবেই।  ২০২৫ সালে কুম্ভ রাশির আর্থিক অবস্থা ভালো থাকবে। বছরের শুরুতে আয়ের পাশাপাশি ব্যয়ও বাড়বে। মে মাসের পর খরচ কমবে। আপনি এই বছর সঞ্চয়-প্রকল্পগুলিতে বিনিয়োগ করতে পারেন। ব্যবসায় ভাল মুনাফা অর্জন করতে পারেন। ব্যবসায়িক ভ্রমণে লাভবান হবেন। পরিবারের চাহিদার প্রতি মনোযোগ দেওয়া জরুরি। 


আরও পড়ুন : সাড়ে সাতির প্যাঁচে মেষ, টাকার গদিতে কর্কট, কেমন কাটবে আপনার ২০২৫? (মেষ থেকে কর্কট)


মীন রাশির বার্ষিক রাশিফল ২০২৫ : ২০২৪ এর তুলনায় ২০২৫সালে মীন রাশিদের সমস্যা বেশি হবে। স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে শনির সাড়ে সাতি। বৃহস্পতির প্রভাবে আয়ের কোনও ঘাটতি হবে না। চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য সময়টা খারাপ না। মার্চের শেষে, শনি কুম্ভ থেকে আপনার রাশিতে প্রবেশ করবে। মে মাসের পর ব্যয় বৃদ্ধি পাবে। কিন্তু অক্টোবরের পর আপনার অবস্থার আবার উন্নতি হবে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে স্বাস্থ্য সমস্যা দেখা  দিতে পারে। ডায়াবেটিস রোগীদের সতর্ক থাকতে হবে। মার্চ ও এপ্রিলে খাবারের ব্যাপারে পর্যাপ্ত যত্ন নিতে হবে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত অনিদ্রা এবং রক্তচাপ সংক্রান্ত সমস্যা হতে পারে। বছরের শেষ দুই মাসে স্বাস্থ্য ভালো থাকবে। মীন রাশির জাতকদের ব্যক্তিগত জীবনে আপস করতে হবে। আকস্মিক কিছু ঘটনায় বিচলিত হতে পারেন। নেতিবাচক চিন্তা আসতে পারে। আপনি কিছু ভুলের জন্য সমালোচনার সম্মুখীন হতে পারেন। এমন কিছু করবেন না যা আপনার সুনাম নষ্ট করবে। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে পরিবারে ছোটখাটো বিবাদ হতে পারে। বছরের শেষ ভাগ হবে শান্তিপূর্ণ।    


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।