কলকাতা : বুধবার গণপতি বাপ্পার পুজোর দিন। কথায় বলে মঙ্গলে ঊষা , বুধে পা যথা ইচ্ছে , তথা যা। অর্থাৎ বুধবারটা কোনও কাজ শুরু করার জন্য আদর্শ। কিন্তু গ্রহ - নক্ষত্রের বিচারে প্রতিটি বুধবার আপনার রাশিচক্রের জন্য শুভ নাও হতে পারে। জেনে নিন আগামীকাল, অর্থাৎ ২৫ সেপ্টেম্বর দিনটি আপনার রাশিরচক্রের জন্য কেমন হতে পারে। 

মেষ রাশির রাশিফল আগামীকাল মেষ রাশির জাতকদের জন্য একের পর এক সুখবর আসতে চলেছে।  চারপাশের পরিবেশ হবে মনোরম। যদি কোনও আইনি সমস্যায় আপনি আটকে থাকেন, তাহলে স্বস্তি পাবেন। কেরিয়ার নিয়ে একটু চিন্তিত থাকবেন।  উন্নতির পথে আসা বাধাগুলি আপনাকে দূর হতে হবে। কোনো সহকর্মী আপনার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন।

বৃষ রাশির  রাশিফল ​​বৃষ রাশির জাতকদের ব্যবসায় কিছু পরিকল্পনা আটকে যেতে পারে যা আপনাকে টেনশন দেবে। আপনি যদি কারো কাছ থেকে কিছু ঋণ নিয়ে থাকেন তবে তা পরিশোধ করতে সমস্যায় পড়বেন।  জীবন সঙ্গী আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। স্বাস্থ্যের প্রতি অসতর্ক হবেন না। 

মিথুন রাশির রাশিফলআগামীকাল মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য জটিলতা পূর্ণ দিন হতে চলেছে। কাজে সমস্যায় পড়তে পারেন। চিন্তাভাবনায় আপনাকে ইতিবাচক থাকতে হবে।  নতুন বন্ধু তৈরি করতে পারেন।  শত্রুদের থেকেও একটু সতর্ক থাকতে হবে।

কর্কট রাশির রাশিফল ​​কর্কট রাশির জাতকদের  কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। অনেকদিন পর বন্ধুর সঙ্গে  দেখা হতে পারে।  সন্তান কোনো বিষয়ে আপনার ওপর রাগ করবে।  পিতামাতার সেবা করার জন্যও কিছু সময় বের করতে হবে। যদি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আপনার কোন সমস্যা থাকে, তবে নিজের মত ঠান্ডা মাথায় ব্যক্ত করুন। 

 সিংহ রাশির রাশিফলসিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি আনন্দদায়ক হতে চলেছে। সন্তানের নতুন চাকরি পাওয়ার জন্য পরিবেশ আনন্দে ভরে উঠবে।  শ্বশুরবাড়ির কারও সঙ্গে বিবাদ হতে পারে।কিছুটা দূরত্ব বজায় রাখলে ভালো হবে।

কন্যা রাশির রাশিফল ​​কন্যা রাশির জাতক জাতিকাদের আগামীকাল তাদের কাজে একটু সতর্ক থাকতে হবে। অজানা ব্যক্তিকে বিশ্বাস নয়। কোনও লেনদেন এড়াতে হবে। কর্মক্ষেত্রে আপনি কিছু বড় অর্জন পেতে পারেন। 

তুলা রাশির রাশিফল তুলা রাশির জাতক জাতিকাদের জন্য  নতুন কাজ শুরু করার জন্য শুভ দিন। কাউকে টাকা ধার দেওয়া এড়িয়ে চলুন । প্রয়োজনীয় কাজে সম্পূর্ণ মনোযোগ দিন, অন্যথায় সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে।  সঙ্গীর সঙ্গে  কোথাও বেড়াতে যেতে পারেন। বিবেচনা করে কারো কাছ থেকে টাকা ধার করতে হবে।  

বৃশ্চিক রাশির  রাশিফল স্বাস্থ্যের দিক থেকে বৃশ্চিক রাশির জাতকদের জন্য দিনটি ভাল। আইনি বিষয়ে আপনি জয়ী হবেন।  পড়াশোনায় পূর্ণ মনোযোগ দিতে হবে। আপনার কোনো কাজ দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকলে তা সম্পন্ন হতে পারে। যাঁরা চাকরির খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন তাঁরা হয়তো কোনও সুখবর পাবেন। ভ্রমণের সময় আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন।

ধনু রাশির রাশিফল ধনু রাশির জাতক জাতিকাদের দীর্ঘ দূরত্বের ভ্রমণে যাওয়া শুভ হবে।  পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদে জয়ী হবেন। আপনার কিছু পুরানো মিথ্যা ধরা পড়তে পারে, যার কারণে আপনার জীবনসঙ্গী আপনার উপর রাগ করতে পারেন। নতুন কাজের প্রতি আপনার আগ্রহ তৈরি হতে পারে।

মকর রাশির  রাশিফলআগামীকাল মকর রাশির জাতকদের জন্য কিছু জটিলতা তৈরি হবে। পরিবারে সমস্যা বাড়বে। কিছু কাজের জন্য চাপে থাকবেন। আপনার কোনওবড় প্রকল্প সম্পন্ন হতে পারে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে।  কুম্ভ রাশির রাশিফলআগামীকাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কঠিন দিন হতে চলেছে। অপরিচিত কারো কথায় প্রভাবিত হবেন বিতর্কে জড়ানো থেকে বিরত থাকতে হবে। অংশীদারিত্বে কিছু কাজ করা আপনার জন্য ভাল।  সন্তানের স্বাস্থ্য সম্পর্কে আপনাকে একটু সতর্ক হতে হবে।

মীন রাশির রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল মিশ্র দিন হতে চলেছে। আপনি ব্যবসায় কিছু  হারানো অর্থ পেতে পারেন। আপনি যদি আপনার আর্থিক অবস্থা নিয়ে চিন্তিত থাকেন, তাহলে সেই টেনশনও চলে যাবে। বাবা মা কিছু দায়িত্ব দিতে পারেন।  

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।