কলকাতা: আগামীকাল কেমন কাটবে দিন ? গ্রহের ফের কাদের রয়েছে ? কাদের সাবধান থাকতে হবে ? যদি ভাল কোনও খবর থাকে আপনার জন্য তাহলে আবেগে ভাসবেন না। এবং কোনও সতর্কতা থাকলে অযথা চিন্তা করবেন না। বরং সতর্ক হওয়াই মঙ্গলজনক হবে। দেখুন শনিবারের রাশিফল।
মেষ রাশি: আগামীকাল আপনার উপার্জন ভাল যাবে। স্ত্রীর থেকে সমর্থন থাকবে। যদি কারও থেকে টাকা ধার করে থাকেন, আগামীকাল সে ফেরৎ চাইতে পারে। তৈরি থাকবেন। আপনার প্রতিবেশীদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তাতেই মঙ্গল। সন্তানের থেকে ভাল কোনও খবর আসতে পারে।
বৃষ রাশি: শনিবার এই রাশির জাতকদের ভাল যাবে দিন। মায়ের কাছ থেকে সম্মান পাবেন আফনি। যারা ব্যবসা করছেন, ভাল খবর আসতে পারে। বিশেষ করে, যারা বিদেশের সঙ্গে যুক্ত। তাঁরা সেই সুবিধা পাবেন।
মিথুন রাশি: কর্মক্ষেত্রের সকলের কথা বিশ্বাস করে নেবেন না। এতে ফাঁদে পড়তে পারেন। স্ত্রী বা সঙ্গীনির সঙ্গে কোথাও গিয়ে ডিনার সারতে পারেন। গাড়ি চালালে খুব সতর্ক থাকবেন। না হলে সমস্যা হতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
কর্কট রাশি: শনিবার এই রাশির জাতকদের ভাল যাবে দিন। তবে ব্যবসায় পরিশ্রম করলে ফল হাতেনাতে মিলবে। আয় বাড়বে। কর্মস্থলে কোনও হঠকারি সিদ্ধান্ত নেবেন না। সন্তানের দিক থেকে কোনও ভাল খবর আসবে।
সিংহ রাশি: আগামীকাল এই রাশির জাতকদের ভাল মন্দ মিশিয়ে যাবে। অবিবাহিতদের এবার বিয়ে হবে। বিয়েতে জটিলতা থাকলে, তা দূর হবে।
কন্যা রাশি: এই রাশির জাতকরা আগামীকাল শেয়ারবাজারে বিনিয়োগ করলে ভবিষ্যতে ভাল ফল পাবেন। ব্যবসা করলে মনযোগ দিন। বুদ্ধি খাটিয়ে এগিয়ে যান, ভাল ফল পাবেন। পরিবারে কোনও অনুষ্ঠানের আয়োজন হতে পারে।
তুলা রাশি: আইনি জটিলতায় জড়িয়ে থাকলে, আগামীকাল ভাল ফল পাবেন। শীতে আপনার শরীর নিয়ে সতর্ক থাকবেন। খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে। বুঝে কথা বলুন। মাথা গরম করবেন না। বিতর্ক থেকে দূরে থাকুন। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
বৃশ্চিক রাশি: নতুন কাজ শুরুর আগে ভাল করে ভেবে এগোন। অতীত থেকে শিক্ষা নিন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভাল খবর পাবেন। আগামীকাল আর্থিক দিক থেকে ভাল যাবে দিন। শনিবার পুরনো কোনও বন্ধুর সঙ্গেও দেখা হতে পারে।
ধনু রাশি : শরীর খারাপ হতে পারে আগামীকাল। স্বাস্থ্যের প্রতি নজর দিন। হঠকারী সিদ্ধান্ত নেবেন না। ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে। বাবা-মায়ের প্রতি যত্ন নিন। মন দিয়ে শুনুন তাঁদের কথা। টাকা কারও থেকে ফেরৎ পেতে পারেন।
মকর রাশি: আগামীকাল যারা অফিসে কাজ করেন, সহকর্মীদের থেকে সতর্ক থাকবেন। আটকে থাকা কাজ শেষ হবে এই রাশির জাতকদের। কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে।
কুম্ভ রাশি: আগামীকাল ভাল মন্দ মিশিয়ে যাবে এই রাশির জাতকদের। কারও সঙ্গে মারপিঠে জড়াবেন না। না হলে আইনি ইস্যুতে জড়িয়ে পড়তে পারেন। যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন, তা হলে কাল তা ফেরত পেতে পারেন। পেটের সমস্যা দেখা দিতে পারে।
মীন রাশি: আগামীকাল এই রাশির জাতকদের ভাল কাটবে দিন। দায়িত্ব বাড়তে পারে। চাকরি বদলানোর কথা ভাবলে, অন্য কোথাও আবেদন করতে পারেন। ভাল ফল মিলতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।