কলকাতা: আগামীকাল কেমন কাটবে দিন ? গ্রহের ফের কাদের রয়েছে ? কাদের সাবধান থাকতে হবে ? যদি ভাল কোনও খবর থাকে আপনার জন্য তাহলে আবেগে ভাসবেন না। এবং কোনও সতর্কতা থাকলে অযথা চিন্তা করবেন না। বরং সতর্ক হওয়াই মঙ্গলজনক হবে। দেখুন শনিবারের রাশিফল।
মেষ রাশি: আগামীকাল চিন্তার মধ্যেই কাটবে এই রাশির জাতকদের। বাবার বিষয় নিয়ে সম্পূর্ণ মনযোগী হন। বহুদিন পর পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। ডায়েটে নজর দিন। সন্তানদের ভবিষ্যত সুরক্ষিত করতে বিনিয়োগ করুন।
বৃষ রাশি: আগামীকাল এই রাশির জাতকদের ভাল যাবে দিন। পরিবারের কোনও বিষয় নিয়ে ঝামেলার আশঙ্কা রয়েছে। কর্মস্থলে আপনার বিরুদ্ধে কেউ মিথ্যে অভিযোগ আতে পারে। তাহলে আত্মরক্ষায় মুখ খুলবেন। সত্য প্রকাশ্যে আনবেন। শরীরচর্চায় নজর দিন। ধ্যান করতে পারেন।
মিথুন রাশি : আগামীকাল ভাল কাটবে দিন এই রাশির জাতকদের। উন্নতির পথে জটিলতা থাকলে, সেই বাধা দূর হবে। মিলতে পারে চাকরি। কাজ নির্দিষ্টি সময়ে শেষ করার চেষ্টা করুন, নইলে মেজাজ খারাপ হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন। খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
কর্কট রাশি: আগামীকাল খুব ভাল যাবে দিন। তবে কর্মক্ষলে কোনও ঝামেলায় জড়াতে পারেন। ব্যবসায় মন দিন। বন্ধুর থেকে পুরোপুরি সমর্থন পাবেন। ঋণের জন্য অপেক্ষায় থাকলে, আগামীকাল তা আপনি পেতে চলেছেন।
সিংহ রাশি: পেটের অসুবিধায় ভুগবেন। কোনও কাজে বাধা এলে পরিবারে বলুন। পিতার থেকে বুদ্ধি নিলে, বাধা পার করবেন। পৈতিক সম্পত্তি নিয়ে ঝামেলার আশঙ্কা রয়েছে। নতুন কারও সঙ্গে পরিচয় হবে। কন্যা রাশি: আগামীকাল এই রাশির জাতকদের দিন ভাল কাটবে। আত্মবিশ্বাসী থাকবেন। হঠকারী সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা রয়েছে। সাবধান। বাড়ি নির্মাণকাজ চললে মন দিন। কারও কথা শুনে মনখারাপ হতে পারে। বুঝে খরচ করুন।
তুলা রাশি: আগামীকাল এই রাশির জাতকদের একটু সতর্ক থাকতে হবে। অপেক্ষাকৃত কঠিন দিন হতে চলেছে তুলা রাশির জাতকদের জন্য। ছাত্র ছাত্রীদের পড়ায় মনোযোগ দিতে হবে। বাড়িতে অতিথি আসতে পারে। অবিবাহিতদের সঙ্গীর সঙ্গে দেখা হতে পারে। বিয়ের প্রবল সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক রাশি : বাড়তি কথা বলবেন না। যা দরকার নেই, তা নিয়ে আলোচনা করবেন না। নতুন বাড়ি কেনার সুযোগ আসতে চলেছে। টাকা ধার নিয়ে সমস্যায় ডুবে, কাল ঠিক হয়ে যাবে সব। এবার ধারের টাকা মেটাতে পারবেন। ধৈয্য হারাবেন না। সাহসের সঙ্গে এগিয়ে যান সব ঠিক হয়ে যাবে।
ধনু রাশি: শুক্রবার এই রাশির জাতকদের ভাল যাবে দিন। নিজের বুদ্ধি বলে আপনি, সহকর্মীদের আকৃষ্ট করতে পারবেন। কোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। বাড়ির সকলের খেয়াল রাখার চেষ্টা করুন। খোলামেলা আলোচনা সারুন।
মকর রাশি: আগামীকাল এই রাশির জাতকদের গুরুত্বপূর্ণ দিন। বুঝে খরচ করুন। ব্যয়ের বহরে লাগাম টানুন। যদি কোনও জমি বাড়ি কেনার প্ল্যান থাকে, এই সময়ই উত্তম সময় হবে। বাইরে বের হলে সতর্ক থাকুন। গাড়িতে চললে সাবধান।
কুম্ভ রাশি: সম্মান পাবেন। আগামীকাল ভাল কাটবে দিন। কর্মস্থলে সহকর্মীদের সমর্থন পাবেন। ছাত্র ছাত্রীদের পড়াশোনার বিষয়ে একটু সিরিয়াস হতে হবে। স্বাস্থ্যের দিকে নজর দিন। স্ত্রী রাগ করতে পারে, কারণ বোঝার চেষ্টা করুন। সময় দিন , ঠিক হয়ে যাবে। মীন রাশি: আগামীকাল ভাল যাবে দিন। কাজে বাধা থাকলে তাও কেটে যাবে। নরম হবেন না। ব্যবসায় সাফল্য আসবে। নতুন প্ল্যান থাকলে এগোতে পারেন। আয় বাড়বে। তবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক হন। প্রয়োজনে চিকিৎসকের পরমার্শ নিন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।