কলকাতা: আগামীকাল ​​মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ রাশির জন্য বিশেষ হতে চলেছে। ৩ এপ্রিল ২০২৫ তারিখে, মেষ রাশির জাতক জাতিকারা তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। আগামীকাল স্বাস্থ্য ভাল থাকবে, মিথুন রাশির শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো সাফল্য অর্জন করবে, দেখুন আগামীকালের রাশিফল।

মেষ রাশি: নতুন গাড়ি বা দোকান কিনতে চাইলে আগামীকাল শুভ দিন হবে। পরিবারের থেকে পুরোপুরি সমর্থন পাবেন। স্ত্রী আপনার কাছে কিছু আবদার করে চাইতে পারেন। নব দম্পতিদের জীবনে নতুন অতিথি আসতে পারে। সন্তানের দিকে নজর বাড়ান। নইলে সে ভুল পথে পা বাড়াবে।

বৃষ রাশি: নতুন কারও সঙ্গে পরিচয় হতে পারে, কথা এগোতে পারে। ব্যবসায় উন্নতি হবে। আর্থিক ইস্যুতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারেন। কর্মক্ষেত্রে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। ভাল কিছু নিয়ম আনতে হবে। রোজকার রুটিনে বদল আনবেন না, না হলে সমস্যায় পড়তে পারেন।

মিথুন রাশি: আগামীকাল এই রাশির জাতকদের জন্য  ইতিবাচক ফল বয়ে আনবে। কঠোর পরিশ্রমে সাফল্য আসবেই। ছাত্র ছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা পাবে। কোনও কাজে এগিয়ে থাকলে, তাতে সফলতা পাবেন।

 কর্কট রাশি: আগামীকাল কর্কটরাশির জাতকদের অবস্থান এবং প্রতিপত্তি বৃদ্ধির দিন হবে। ছেলে-মেয়ের জন্য জন্য একটি গাড়ি কিনতে পারেন। পারিবারিক বিষয়ে আপনার সতর্ক থাকা উচিত। পরিবারের সঙ্গে কোনও বিষয়ে মতপার্থক্য থাকলে, আলোচনার মাধ্যমে সেরে নিন। কর্মক্ষেত্রে নতুন পদ পেতে পারেন। বড়দের কথা এড়িয়ে গেলে, সমস্যায় পড়বেন।

সিংহ রাশি: আগামীকাল এই রাশির জাতকদের ভাল যাবে দিন। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিতে পারেন। সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। অসুবিধায় পড়লে বন্ধুর পরামর্শ নিলে ভাল হয়। মা-বাবার আশীর্বাদে আপনার কোনও অসম্পূর্ণ কাজ শেষ হবে।

 কন্যা রাশি : আর্থিক পরিস্থিতি ভাল হতে চলেছে। ইচ্ছেপূরণ হবে এবার। প্রিয়জনের সঙ্গে থাকলে, সময় ভাল কাটবে। ব্যাঙ্কে কর্মরত কর্মীদের সতর্ক থাকা উচিত। ছোটরা ভুল করলে, ক্ষমা করে দিন। কাজে সমস্যায় পড়লে সহকর্মীদের সঙ্গে আলোচনা করতে পারেন।

তুলা রাশি : চাকরি খুঁজছেন যারা, তাঁদের এবার ইচ্ছেপূরণ হবে। ভালো চাকরি পেতে পারেন। রাজনৈতিক ক্ষেত্রে যারা রয়েছেন, তাঁদের সতর্ক থাকা উচিত। তবে জনপ্রিয়তা পাবেন আপনি। ভালো খবর আসতে পারে। সৃজনশীল কাজে মনযোগ বেশি থাকবে। 

বৃশ্চিক রাশি: এই রাশির জাতকদের বুদ্ধির সঙ্গে এগোতে হবে। মনযোগ দিয়ে কাজ করতে হবে। ধৈয্য ধরে থাকতে হবে। কারও থেকে টাকা ধার করতে চাইলে, বড় অঙ্কের পথে হাঁটবেন না, নইলে ফেরৎ দিতে অসুবিধায় পড়বেন। যারা অনলাইনে কাজ করেন, তাঁরা সতর্ক থাকার চেষ্টা করবেন।

ধনু রাশি :আগামীকাল এই রাশির জাতকদের বড় সাফল্য আসতে চলেছে। গুরুত্বপূর্ণ কোনও কাজে মনোযোগ দিতে হবে। কর্মক্ষেত্রে প্রতিভা দেখাতে পারবেন। তবে প্রতিপক্ষদের থেকে সতর্ক থাকবেন। মা-বাবার  আশীর্বাদে,  যে কোনো অসমাপ্ত কাজ শেষ হতে পারে।

 মকর রাশি : আগামীকাল কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যাবে দিন। কোনও  গুরুত্বপূর্ণ খবর আসতে পারেন। ব্যবসার বহর বাড়বে। বড় কোনও সাফল্য আসতে চলেছে। সামাজিক কাজে সতর্ক থাকার চেষ্টা করবেন।  সন্তানদের কাছ থেকে কোনও ভালো খবর শুনতে পারেন।

কুম্ভ রাশি: আগামীকাল  ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন। দীর্ঘদিনের অসম্পূর্ণ কাজ শেষ হতে পারে।  গুরুত্বপূর্ণ কাজগুলি সময়মতো শেষ করার চেষ্টা করবেন । বিয়ের প্রস্তাব পেতে পারেন। বাড়িতে যার জন্য মনোরম পরিবেশ বজায় থাকবে। ঘুরতে যাওয়ার আলোচনা হতে পারে। 

মীন রাশি:আগামীকাল ঝুঁকি আছে যেই কাজে, সেগুলি এড়িয়ে যাবেন। কাল নতুন কারও সঙ্গে দেখা হতে পারে। গুরুত্বপূর্ণ কাজ আগেই সেরেই রাখুন। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকবেন। কর্মক্ষেত্রে বুদ্ধি নিয়ে কাজ করতে হবে। বিরোধীরা আপনাকে সমস্যায় ফেলতে পারে। কথা বলার সময় বুঝে বলবেন।   ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।