কলকাতা: শুক্রবার ১ অগাস্ট কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন মেষ থেকে কন্যার রাশিফল।

মেষ রাশি- কালকের রাশিফল (Mesh Rashi): নতুন মাসের শুরুর দিন ভাল কাটবে। আত্মবিশ্বাস বাড়বে। বাকি থাকা কাজ শেষ হবে। ব্যবসায় কোনও বড় অর্ডার পেতে পারেন। সঙ্গীর সঙ্গে সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হবে। পারিবারিক সম্পর্ক ঠিক থাকবে। সামাজিক সম্মান বাড়বে। স্বাস্থ্য ঠিক থাকবে। বদহজম এড়াতে হালকা খাবার খেতে হবে। 

বৃষ রাশি- কালকের রাশিফল (Brisha Rashi): ভালমন্দ মিশিয়ে কাটবে দিন। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। আর্থিক পরিস্থিতির ভারসাম্য রাখা কঠিন হবে। সঙ্গীর সঙ্গে বিবাদ বাড়তে পারে। তবে সন্ধের দিকে তা আবার মিটেও যাবে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল পাবেন। কাজের প্রশংসা মিলবে। যোগাসন শুরু করতে পারেন। 

মিথুন রাশি- কালকের রাশিফল (Mithun Rashi): অস্বস্তিতে কাটবে দিন। কর্মক্ষেত্রে বিবাদ এড়িয়ে চলতে হবে। পারস্পরিক সমঝোতা বজায় রাখতে হবে। প্রেমের সম্পর্কে মনোমালিন্য হতে পারেন। ভেবেচিন্তে বিনিয়োগ করুন। প্রতিযোগিতায় সাফল্য পাবেন পড়ুয়ারা। যোগাসন এবং ধ্যান করলে মানসিক শান্তি বাড়বে। 

কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): ভাগ্য খারাপ থাকবে শুক্রবার। তবে কঠোর পরিশ্রমে পরিস্থিতি বদলাতেও পারে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। দূরত্ব বাড়লে সম্পর্কে চিড় ধরবে। তবে আলোচনার মাধ্যমে মীমাংসা হতে পারে। পরিবারের বর্ষীয়ান সদস্য় অসুস্থ হতে পারেন। ধৈর্য ধরতে হবে এবং শান্ত থাকতে হবে।  

সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): ভাল কাটবে দিন। নতুন কোনও কাজে সাফল্য পেতে পারেন। প্রেমের সম্পর্কে সঙ্গীকে পাশে পাবেন সবসময়। কোনও বড় চমক দিতে পারেন স্ত্রী। পরিবার এবং কাজের মধ্যে ভারসাম্য থাকবে। পড়ুয়াদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে। কর্মক্ষেত্রে কোনও বড় দায়িত্ব পেতে পারেন। 

কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): পরিশ্রম করতে হবে বেশি। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। মানসিকভাবে বিপর্যস্ত মনে হতে পারে। সঙ্গীকে পাশে পাবেন সবসময়। সন্তানের থেকে ভাল খবর পেতে পারেন। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। অযথা খরচ করবেন না। 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।