কলকাতা: আগামীকাল ১৯ জুলাই, শুক্রবার। সপ্তাহ প্রায় শেষের পথে। এই দিনে কী রয়েছে আপনার ভাগ্যে? এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।
মেষ - কালকের রাশিফল (Mesh Rashi): ইতিবাচক ফল পাবেন। সঙ্গীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণে যেতে পারে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। তাতে পরিবারের সদস্যরা খুশি হবেন। নতুন কিছু কাজ শুরু করতে পারেন। ভাগ্যদেবী সহায় হবেন। যাঁরা উচ্চশিক্ষার দিকে এগোচ্ছেন তাঁদের কোনও বিষয় পরিবর্তন না করাই ভাল।
বৃষ - কালকের রাশিফল (Brisha Rashi): ধৈর্য্য এবং উৎসাহ দুটোই বজায় রাখতে হবে। বিনিয়োগে আগ্রহ থাকলে তার নিয়ম পড়ে নিতে হবে। কোনও কাজে চাপ নেবেন না। তাতে ভুল হওয়ার আশঙ্কা থাকবে। কোনও অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলবেন না। জানাবেন না কোনও ব্যক্তিগত তথ্যও। নাহলে আপনার কাজে ক্ষতি হতে পারে।
মিথুন - কালকের রাশিফল (Mithun Rashi): বৈবাহিক জীবন সুখের হবে। পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে ভাল সময়। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনলে সমস্যা বাড়তে পারে। অর্থ সঞ্চয়ে নজর দিতে হবে। কাজের বিষয়ে ভাইবোন আপনার সাহায্য চাইতে পারে।
কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): চাকরিজীবীদের জন্য শুভ দিন। কাজের বিষয়ে ধৈর্য্য রাখতে হবে। সহজেই অন্যের বিশ্বাস অর্জন করতে পারবেন। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ায় মন ভাল হয়ে যাবে। নতুন কোনও কাজের দায়িত্ব দিতে পারেন মা। ব্যয়ের বিষয়ে নজর দিতে হবে।
সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): স্বাস্থ্যের বিষয়ে আরও নজর দিতে হবে। অতিরিক্ত খাওয়াদাওয়ায় ফল ভোগ করতে হতে পারে। দীর্ঘমেয়াদি কোনও পরিকল্পনা থাকলে অবশ্যই সাফল্য পাবেন। তাতে ব্যবসাতেও লাভজনক হবে। দায়িত্ব বাড়বে। কাজের বিষয়ে কাউকে বিশ্বাস করবেন না।
কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): ভাষা ব্যবহারে এবং আচরণে আরও বেশি সতর্ক হতে হবে। কোনও সমস্যা হয়ে থাকলে একসঙ্গে বসে মিটিয়ে নিতে হবে। কোনও কাজের বিষয়ে দোটানায় ভুগবেন না। কর্মক্ষেত্রে কাউকে বিশ্বাস না করাই ভাল।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন: Goddess Manasa: মনসা পুজোয় কী করলে জাগ্রত হয় কণ্ডুলিনী? বদলে যায় ভাগ্য