IT Dept. Advisory: আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই আয়কর জমা করতে হবে, দিন ক্রমশ সামনে এগিয়ে আসছে। ইতিমধ্যেই বহু মানুষ আয়কর জমা (ITR Filing) করে দিয়েছেন, এখন অপেক্ষা করছেন কখন তার রিফান্ড ঢুকবে অ্যাকাউন্টে। আর এই মানুষগুলির উপরেই নজর দিয়েছে দুষ্কৃতীরা। তাদের লক্ষ্য করেই সম্প্রতি শুরু হয়েছে রিফান্ড জালিয়াতি। আর এই প্রসঙ্গেই সতর্কতা (Income Tax Refund Fraud) জারি করেছে আয়কর বিভাগ। এই জালিয়াতির হাত থেকে বাঁচতে এবং এই ফাঁদে পা না দেওয়ার সতর্কতা জারি করেছে আয়কর বিভাগ।


ভুয়ো মেসেজ এড়িয়ে যাবেন করদাতারা


ভারতের আয়কর দফতর এক্স হ্যান্ডলে একটি পোস্টের মাধ্যমে সমস্ত করদাতাদের সতর্ক করে জানিয়েছে যে, করদাতাদের ভুয়ো পপ আপ মেসেজ উপেক্ষা করতে হবে। এই ধরনের মেসেজের ফাঁদে পা দিতে নিষেধাজ্ঞা জারি করেছে আয়কর বিভাগ। টাকা লুট করার জন্য সম্প্রতি সাইবার অপরাধীরা এই ট্যাক্স রিফান্ডকেই একটা হাতিয়ার করে নিয়েছে। এর মাধ্যমে সহজেই তারা করদাতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত সঞ্চিত টাকা লুট করে নিচ্ছেন। ভিয়ো মেসেজ পাঠিয়ে আপনার ব্যাঙ্কের সমস্ত গোপনীয় তথ্য জেনে নিতে চায় এই সাইবার অপরাধীরা।


এইভাবে প্রতারণা চলছে


আয়কর দফতরের বক্তব্য অনুসারে, আপনি যদি আপনার ট্যাক্সের রিফান্ডের আশায় থাকেন, তাহলে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। সাইবার অপরাধীরা যে সমস্ত মেসেজ পাঠাচ্ছেন, তাতে লেখা থাকছে যে আপনার নামে রিফান্ডটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। এই টাকা আপনার অ্যাকাউন্টে পাঠানো হবে। আপনি চাইলে অ্যাকাউন্ট নম্বর ভেরিফাই করে নিতে পারেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাই করে নিতে পারেন এই লিঙ্কের মাধ্যমে। আয়কর বিভাগ স্পষ্টই জানিয়েছে এই ধরনের মেসেজের কোনও উত্তর না দিতে।


৩১ জুলাইয়ের মধ্যেই করতে হবে ITR জমা


আয়কর বিভাগ জানিয়েছে এই মেসেজে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনাকে একটি ভুয়ো ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এবং সেখানে অ্যাকাউন্ট ডিটেল আপডেট করলে আপনার ফোন নম্বরে একটি ওটিপি আসবে। এই ওটিপি বসালেই আপনার অ্যাকাউন্টের সমস্ত টাকা সাইবার অপরাধীরা লুট করে নেবে। আয়কর বিভাগ জানিয়েছে যে এই দফতর কখনও এরকম ইমেল বা মেসেজ পাঠায় না। করদাতাদের রিফান্ড সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পাঠিয়ে দেওয়া হয়।


আরও পড়ুন: Mobile Recharge Plans: বছরের জন্য কোন মোবাইল রিচার্জ প্ল্যান ভাল ? রইল BSNL-এর সঙ্গে অন্যদের তুলনা