কলকাতা: আগামীকাল ২০ নভেম্বর, বুধবার। সপ্তাহের এই দিন কী রয়েছে আপনার ভাগ্যে? এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।
মেষ রাশি- কালকের রাশিফল (Mesh Rashi): প্রভাব প্রতিপত্তি ও সাফল্য বৃদ্ধি পাবে। লক্ষ্যে অবিচল থাকতে পারবেন। কাজের ক্ষেত্রে লাভের সম্ভাবনা। ভালবাসায় পূর্ণ থাকবে দিন। অযথা বিবাদ এড়াতে সঙ্গীর কথা শুনে চলুন। আপনার থেকে আশা করবে সন্তান। মায়ের স্বাস্থ্য খারাপ হতে পারে।
বৃষ রাশি- কালকের রাশিফল (Brisha Rashi): যে কাজ করবেন তাতেই পাবেন ফল। দিনের শুরুতে সমস্যা বাড়বে। টাকা পাওয়ার সম্ভাবনা বাড়বে। পারস্পরিক সমঝোতার বাতাবরণ থাকবে। কোনও কাজের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে। তাতে লাভ পাবেন। পারিবারিক সমস্যা একসঙ্গে কথা বলে করতে হবে। আইনি বিষয়ে ঝামেলা মিটবে।
মিথুন রাশি- কালকের রাশিফল (Mithun Rashi): রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য ভাল দিন। টানাপোড়েনে থেকে কোনও সিদ্ধান্ত নয়। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। আপনার মনস্কামনা পূরণ হবে। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। কাজের পরিকল্পনা করতে হবে। কঠোর শ্রমের দিকে নজর দিতে হবে।
কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। পরিবারের সদস্যদের আপনাকে প্রয়োজন হতে পারে। কর্মক্ষেত্রে পরিকল্পনা প্রয়োজন। মিটিংয়ের কথা বলতে পারেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। বাড়ি সাজানোর দিকে মন দিন। পারিবারিক বিবাদ মেটাতে হবে।
সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): মন ভাল থাকবে। গাড়ি কিনতে পারেন। আপনার ভাষা এবং ব্যবহারে অন্যের মন জয় করতে পারবেন। সম্পত্তি নিয়ে বিবাদ বাড়তে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারবেন। পরিবারের কোনও সদস্য বাইরে থাকলে দেখা করতে আসতে পারেন।
কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): সাফল্য কড়া নাড়বে। কাজ শেষ করতে হবে দ্রুত। অপ্রত্যাশিত টাকা আসবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য শেষ হবে। পারিবারিক বিবাদ মিটবে। সাফল্যে বাধা আসবে কেটে আসবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।