বিটন চক্রবর্তী, কোলাঘাট: কোলাঘাটের ছাই খাদানে লোডিং-আনলোডিং সহ নানা বিষয় রীতিমতো প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখালো তৃণমূল শ্রমিক তৃণমূল শ্রমিক সংগঠনের এক গোষ্ঠী। অন্যদিকে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে ওই শ্রমিকরা বিক্ষোভ দেখাচ্ছেন বলে অভিযোগ তৃণমূল শ্রমিক সংগঠনের আরেক গোষ্ঠীর (Kolaghat fly ass mine)। বিক্ষোভ দেখানোকে ঘিরে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্বের কথা প্রকাশ্যে আসতে কটাক্ষ করেছে বিজেপি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার কোলাঘাটের ছাই খাদানের লোডিং ও আনলোডিং সহ নানা বিষয় নিয়ে রীতিমতো প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে সামিল হয় তৃণমূলের শ্রমিক সংগঠনের এক গোষ্ঠী। আবার তৃণমূলের শ্রমিক সংগঠনের অন্য এক গোষ্ঠীও এই বিক্ষোভের প্রতিবাদে নামে ময়দানে।
আরও পড়ুন: Hooghly News: হুগলি-চুঁচুড়া পুরসভায় ফের অচলাবস্থা, বকেয়া বেতনের দাবিতে আন্দোলন
ওই গোষ্ঠীর সদস্যদের অভিযোগ, দীর্ঘ ৮ মাস খাদান বন্ধ ছিল। জেলা প্রশাসনের সহযোগিতায় এই খাদানে নতুন এজেন্সি বরাদ পেয়ে কাজ শুরু করতে চাইছে। কিন্তু আমাদেরই কিছু লোক ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য এই ভাবে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন।
যদিও বিক্ষোভকারী আরেক গোষ্ঠীর দাবি, গোপনে ওই এজেন্সিকে কাজের বরাদ পাইয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি মেশিন দিয়ে কাজ করলে বহু কর্মীর কর্ম সংস্থান নষ্ট হবে বলেই আমরা কাজের দাবি নিয়ে আমাদের মত প্রকাশ করছি। এখানে পুলিশ প্রশাসন সহ প্লান্ট কর্তারা আছেন তাঁরাই দেখুক আমাদের দাবি ন্যায্য কিনা। ঘটনাস্থলে জেলা পরিষদের সেক্রেটারি বহু সময় উপস্থিত থাকলেও তিনি কিছুই দেখেননি বলে জানান। বিষয়টিকে কেন্দ্র করে কোলাঘাট ছাই খাদান এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। আর তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বের ফায়দা তুলতে চাইছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের মধ্যে কোনও গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা ঘটেনি বলে দাবি স্থানীয় ঘাসফুল শিবিরের নেতৃত্বের। তবে এই ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে কোলাঘাটের ছাই খাদানে। শেষ খবর পাওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ওই শ্রমিক সংগঠনের মধ্যে মনোমালিন্য এখনও রয়েছে বলে জানা গেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।