কলকাতা: আগামীকাল সোমবার, ২৪ মার্চ। সপ্তাহের এই দিন কী রয়েছে আপনার ভাগ্যে? এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।

মেষ রাশি- কালকের রাশিফল (Mesh Rashi): আনন্দে কাটবে দিন। ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন। কারও থেকে কোনও কথা গোপন করলে সমস্যায় পড়তে পারেন। গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে। বাবার কিছু কথার কারণে বিরক্ত হবেন। পরিবারের কোনও সদস্যের বিয়ের কথা হতে পারে।

বৃষ রাশি- কালকের রাশিফল (Brisha Rashi): ভালমন্দ মিশয়ে কাটবে দিন। শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। সম্মান বৃদ্ধি পাবে। মন খুশি করবে। কর্মক্ষেত্রে শত্রুসংখ্যা বাড়বে। ব্যবসায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে আরও বেশি মন দিতে হবে। পড়াশোনায় কিছু সমস্যার কারণে সন্তানরা বিরক্ত থাকবে।

মিথুন রাশি- কালকের রাশিফল (Mithun Rashi): বাড়িতে কোনও অনুষ্ঠানের আয়োজন করতে পারনে। কিছু বিশেষ ব্যক্তির কাছ থেকে জীবন নিয়ে সঠিক পরামর্শ পবেন। ভালবাসা এবং সহযোগিতার মনোভাব আপনার মনে থাকবে। সন্তান কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে তাতে সাফল্য আসবে। একসঙ্গে বসে লেনদেন সংক্রান্ত বিষয় মিটিয়ে ফেলতে হবে।                  

কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার দিন হবে। পরিবারের বন্ধুদের পূর্ণ সমর্থন পাবেন। উচ্চশিক্ষার পথ পরিষ্কার হবে। সন্তানের কেরিয়ার সম্পর্কে বড় সিদ্ধান্ত নিতে পারেন। প্রযুক্তিগত সমস্যার কারণে প্রচুর অর্থ ব্যয় হবে। অপ্রয়োজনীয় ব্যয় বাড়তে পারে।                                             

সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): কাজ ফলপ্রসূ হবে। পরিবারের সদস্যদের সঙ্গে বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করতে পারেন। পরিবারে পারস্পরিক সম্মতির অভাবের কারণে, ঝগড়া বাড়বে। স্ত্রীকে কোথাও কেনাকাটার জন্য নিয়ে যেতে পারেন। ব্যয় সম্পর্কে সচেতন হতে হবে। সন্তানকে নতুন কোর্সে ভর্তি করানোর জন্য দিনভর ব্যস্ততা থাকবে।

কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): ব্যবসায়ীদের জন্য ভাল দিন। আয়ের নতুন পথ খুলবে। কর্মক্ষেত্রে সাফল্য মিলবে। জ্ঞান বৃদ্ধির কোনও সুযোগ হাতছাড়া করবেন না। বিনোদনের মাধ্যম বৃদ্ধি হবে। স্ত্রীর জন্য উপহার আনতে পারেন। বাড়িতে সারপ্রাইজ পার্টির আয়োজন করা যেতে পারে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।