কলকাতা: আগামীকাল ৩০ এপ্রিল। বুধবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।

মেষ রাশি- কালকের রাশিফল (Mesh Rashi): আগামীকাল শুভ হবে। পুরনো বিবাদ মিটবে। তাতে স্বস্তি পাবেন। ব্যবসায় লাভের যোগফল তৈরি হবে। স্ত্রী ও সন্তানদের স্বাস্থ্য নিয়ে চিন্তামুক্ত থাকবেন। পরিবারে পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে। কোনও নতুন কাজ শুরু করতে পারেন।

বৃষ রাশি- কালকের রাশিফল (Brisha Rashi): গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। অমীমাংসিত কাজ শেষ হতে পারে। বিশেষ কারও সঙ্গে দেখা হলে জীবনে বড় পরিবর্তন আসবে। ধর্মীয় স্থানে যেতে পারেন। ব্যবসায় লাভ হবে। গাড়ি কেনার পরিকল্পনা থাকলে আপাতত স্থগিত রাখতে হবে। 

মিথুন রাশি- কালকের রাশিফল (Mithun Rashi): ভালমন্দ মিশিয়ে কাটবে দিন। মনে অনেক ভয় থাকবে। কাউকে প্রচুর অর্থ ধার দেওয়া ঠিক হবে না। কোনও কাজের পরিকল্পনা করা যেতে পারে। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যবসায় পতনের আশঙ্কা। স্ত্রী ও সন্তানদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে।

কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকতে পারেন। স্বাস্থ্যের অবনতি হতে পারে। ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে মতবিরোধ হতে পারে। যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে আপনার অসুবিধা হতে পারে। পরিবারে সম্পত্তি নিয়ে বিরোধের পরিস্থিতি তৈরি হবে। 

সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): ব্যবসা শুরু করতে পারেন। তাতে সাফল্য আসবে। সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ পদে সম্মানিত হতে পারেন। তাতে সামাজিক সম্মান বৃদ্ধি করবে। ব্যবসায়ে প্রচুর লাভ পাবেন। আয়ের নতুন পথ খুলে যাবে। স্ত্রী ও সন্তানদের নিয়ে সময় কাটাতে পারেন। 

কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): কিছু বিষয়ে উপেক্ষা করতে পারেন। বড় সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ে বড় অর্থ বিনিয়োগ করতে পারেন। ভেবে সিদ্ধান্ত নিন। কোনও নতুন কাজ শুরু করবেন না। সঙ্গীর সঙ্গে কথা ভাগ করে নিলে কষ্ট পেতে পারেন। পরিবারে কলহ হতে পারে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।