নয়াদিল্লি : পহেলগাঁওতে জঙ্গি হামলায় পাক যোগ আরও স্পষ্ট হয়ে গেল। এর আগে জানা গিয়েছিল, পহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিরা গা-ঢাকা দিয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। হামলার অন্যতম মাস্টারমাইন্ড আদিল গুরি ট্রেনিং নিয়ে এসেছিল পাকিস্তান থেকেই। আর এবার আরও সুস্পষ্ট যোগ পাওয়া গেল । হামলাকারীদের অন্যতম হাশিম মুসা একেবারে পাক সেনার সদস্য। খবর সূত্রের।
সূত্রের খবর, পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ বাহিনী SSG (স্পেশাল সিকিউরিটি গ্রুপ)-এর কমান্ডো ছিল হাশিম মুসা। তদন্তকারীদের সন্দেহ, ২০২৩ সালের ডিসেম্বরে পুঞ্চে সেনা কনভয়ে আক্রমণের ঘটনায় হাশিম বা তার দল জড়িত থাকতে পারে। পাশাপাশি রাজৌরিতে যে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ঢুকেছিল, তাদের মধ্য়ে হাশিম ছিল কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
হাশিম মুসার যোগ সরাসরি পাক সেনার সঙ্গে
এর আগে জানা যায়, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্ল্যান করেছিল মূলত আদিল গুরু। গোয়েন্দাদের কাছে খবর, বেশ কয়েকবছর আগে কাশ্মীরে ঢুকেছিল এই পাক জঙ্গি। এরপর ২০১৮-য় ওয়াঘা সীমান্ত দিয়ে ফের পাকিস্তানে চলে যায় আদিল। সম্প্রতি ওই জঙ্গি ফের কাশ্মীরে এসেছিল, একে বারে পাকিস্তান থেকে ট্রেনিং নিয়ে । এই আদিলই পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার মাস্টারমাইন্ড বলে মনে করা হয়। এবার জানা যাচ্ছে হামলাকারীদের অন্যতম হাশিম মুসারও যোগ সরাসরি পাক সেনার সঙ্গে।
পাকিস্তানের দাবি
যদিও, এরপরও পাকিস্তান সমস্ত দায় অস্বীকার করে চলেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ দাবি করেছেন পহেলগাঁওয়ের হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগসূত্র নেই। মনে হচ্ছে, এই হামলায় কোনও বিদেশি হস্তক্ষেপ নেই, বরং স্থানীয় বিদ্রোহের ফল! কিন্তু পাকিস্তান এই দাবি করলেও, গোয়েন্দা সূত্রে খবর, এই হামলার হামলার অন্যতম চক্রী সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কাসুরি, যে লস্করের সহ প্রতিষ্ঠাতা, ২৬/১১-র মুম্বই হামলার মূল ষড়যন্ত্রী হাফিজ সইদের বিশেষ ঘনিষ্ঠ।
কাঁদুনি গাইছে পাকিস্তান?
এখন প্রশ্ন, এবার কোথায় মুখ লুকোবে পাকিস্তান? নিজেদের দোষের কথা জানে বলেই কি ভয়ে কাঁপছে পাকিস্তান? ইতিমধ্য়েই ভারতের নৌবাহিনী-বায়ুসেনা ও স্থলবাহিনী শক্তিপ্রদর্শন শুরু করেছে। সামরিক শক্তির নিরিখে সব দিক থেকেই পাকিস্তানের থেকে অনেক এগিয়ে ভারত। ভারতের ভাণ্ডারে যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে, তাও পাকিস্তানের বুকে কাঁপুনি ধরাতে পারে। তাই কি আগেভাগে ভারতের দিক থেকে প্রত্যাঘাতের আশঙ্কা জানিয়ে কাঁদুনি গাইছে পাকিস্তান?