কলকাতা: আগামীকাল ৯ মে। শুক্রবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন মেষ থেকে কন্যার রাশিফল।
মেষ রাশি- কালকের রাশিফল (Mesh Rashi): সাহস এবং বীরত্ব বৃদ্ধি হবে। কাজের মাধ্যমে কর্মক্ষেত্রে নতুন পরিচয় পাবেন। ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। কাজে উৎসাহ বাড়বে। পডুয়ারা পছন্দসই যে কোনও কোর্সে ভর্তি হতে পারেন। পরিবারের কোনও সদস্যের কাছ থেকে আপনি হতাশাজনক খবরও শুনতে পারেন। চাকরিতে সাফল্য পাবেন।
বৃষ রাশি- কালকের রাশিফল (Brisha Rashi): উদ্বেগ বাড়বে। সঙ্গীর সঙ্গে বিরোধ হতে পারে। বাবার সঙ্গে পারিবারিক ব্যবসা নিয়ে কথা বলবেন। কোনও প্রকল্পে বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। রক্তের সম্পর্ক আরও দৃঢ় হবে। বাড়িতে পুজোর আয়োজন করতে পারেন।
মিথুন রাশি- কালকের রাশিফল (Mithun Rashi): ব্যয়বহুল দিন হতে পারে। পারিবারিক সমস্যার কারণে মন অস্থির থাকবে। স্ত্রীর সমর্থন পাবেন। নতুন কাজের প্রতি আগ্রহ হতে পারে। কারও প্রতি মনে ঈর্ষার অনুভূতি রাখবেন নায়। ইতিবাচক চিন্তাভাবনা করুন।
কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): সমস্যায় ভরা দিন হবে। তবে তা দূরও হয়ে যাবে। আর্থিক অবস্থার প্রতি মন দিতে হবে। আয়ের কোনও নতুন উৎস খুঁজে পাবেন। লেনদেন খুব সাবধানতার সঙ্গে করতে হবে। রাজনীতির সঙ্গে যুক্তদের সুনাম বাড়বে। সন্তানদের পড়াশোনার বিষয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলুন।
সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): আগামীকাল আপনার জন্য শুভ হতে চলেছে। ভাইবোনের থেকে সাহায্য পাবেন। শারীরিক সমস্যার কারণে প্রয়োজনীয় পরীক্ষা করাতে হবে। কাজ সম্পর্কে কোনও বন্ধুর সঙ্গে কথা বলতে পারেন। বিভ্রান্তি কাটাতে হবে। দীর্ঘ দিনের অমীমাংসিত কাজ শেষ হতে পারে। ব্যবসায় নতুন পরিচয় পাবেন।
কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): বিভ্রান্তিতে ভরা দিন হবে। কোনও আধ্যাত্মিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। তাড়াহুড়ো কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার কাজে সবাই খুশি হবে। পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শিশুরা কোনও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। পারিবারিক সমস্যা সমাধানের চেষ্টা করবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।