কলকাতা: আগামীকাল ৬ জানুয়ারি। সোমবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।


তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): স্বাস্থ্য ঠিক থাকবে। কোনও সমস্যা থাকলে তাও মিটে যাবে। চাকরি পরিবর্তনের ইচ্ছে থাকলে তার জন্য শুভ দিন। কর্মক্ষেত্রে পুরষ্কৃত হতে পারেন। কারও থেকে টাকা ধার নেবেন না। সন্তানের উন্নতিতে মন খুশি। 


বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): ইতিবাচক ফল পাবেন। নতুন কাজ শুরু করতে পারেন। কোনও কাজে মন দিতে হবে। ধর্মীয় কাজে অংশ নিতে হবে। জীবনসঙ্গীকে সাহায্য এবং সমর্থন করতে হবে। তাঁকে সময় দিতে হবে। কারও সঙ্গে কথা বলার সময় ভেবে কথা বলতে হবে। ভাষার ব্যবহারে সতর্ক হতে হবে। 


ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): ধর্মীয় কাজে মন দিতে হবে। শ্বশুরবাড়ির কারও সঙ্গে কথা বলার সময় সাবাধান। নাহলে ভুল বোঝাবুঝি হতে পারে। কর্মক্ষেত্রে অপবাদ পেতে পারেন। কোনও পারিবারিক অনুষ্ঠানের কারণে খুশির হাওয়া বইবে। আপনাকে চমক দিতে পারে কোনও বন্ধু।


মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): কোনও জিনিস কিনতে হতে পারে। তাতে প্রচুর ব্যয় হবে। স্টক মার্কেটের সঙ্গে যুক্তদের জন্য ভাল দিন। আয়ের পথ বাড়বে। তাতে মন থাকবে খুশি। বাবা মায়ের আশীর্বাদে বাকি থাকা কাজ শেষ হবে। যাঁরা চাকরি খুঁজছেন তাঁদের জন্য ভাল দিন। 


কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): অপরিচিত কোনও ব্যক্তির থেকে সাবধান। পথ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ব্যবসার জন্য পরিকল্পনা করা যেতে পারে। প্রেমের সম্পর্কে আরও বেশি কথা বলতে হবে। তাতে বিবাদ মিটবে। নাহলে সমস্যা বাড়তে থাকবে। পড়াশোনার বিষয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন। 


মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): কাজ মেটতে আলস্য কাটাতে হবে। পারিবারিক কারণে দুশ্চিন্তা বাড়বে। মায়ের স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা। অর্থ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবতে হবে। পুরনো ভুল থেকে শিক্ষা নিতে হবে। আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। 


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।