গাঁধীনগর: গুজরাতের জঙ্গল সাফারি পার্কে আচমকা ঢুকে পড়ল চিতা। আর তাতেই মারাত্মক ঘটনা ঘটে গেল। চিতার হামলায় প্রাণ গেল এক কৃষ্ণসার হরিণের। চোখের সামনে ভয়ঙ্কর কাণ্ড ঘটতে দেখার আঘাত কাটিয়ে উঠতে পারল না তার সঙ্গীরা। ধাক্কা সামলাতে না পেরে সঙ্গে সঙ্গে তাদেরও মৃত্যু হল।  গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। (Leopard Kills Blackbuck)


নতুন বছরের একেবারে প্রথম দিন এই ঘটনা ঘটে গুজরাতের স্ট্যাচু অফ ইউনিটি মূর্তি সংলগ্ন জঙ্গল সাফারি পার্কে। গত ১ জানুয়ারি সেখানে ঢুকে পড়ে একটি চিতা। নাগালের মধ্যে পেয়ে একটি কৃষ্ণসার হরিণকে হত্যা করে সে। চোখের সামনে ওই দৃশ্য দেখে ধাক্কা খায় বাকি হরিণগুলিও। তাদের মধ্যে সাত জনের মৃত্যু হয়। (Viral News)


কেভাড়িয়া ডিভিশনের বন দফতরের আধিকারিকরা জানিয়েছে, দু'-তিন বছর বয়সি একটি চিতা আচমকাই ঢুকে পড়ে সাফারি পার্কে। কাঁটাতারের বেড়া পেরিয়েই ভিতরে প্রবেশ করে সে। এর পর কৃষ্ণসার হরিণের এনক্লোজারে ঢুকে একটি হরিণকে হত্যা করে। ওই এনক্লোজারে থাকা আরও সাতটি হরিণেরও মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, মানসিক ভাবে ধাক্কা খেয়েই মারা যায় ওই সাত হরিণ। তাদের সমাধিস্থ করা হয়েছে। 


কেভাড়িয়া ডিভিশনের বনদফতরের ডেপুটি কনজার্ভেটর অগ্নিশ্বর ব্যাস জানিয়েছেন, ওই অঞ্চলের বন-জঙ্গলে চিতার ঘোরাফেরা নতুন কিছু নয়। তবে খাতায়কলমে এই প্রথম কোনও চিতা সাফারি পার্কে ঢুকে এমন কাণ্ড ঘটাল। কিন্তু নজরদারি এড়িয়ে সাফারি পার্কে কী করে ঢুকে পড়ল চিতাটি, তা নিয়ে প্রশ্ন উঠছে। 


জানা গিয়েছে, ওই জঙ্গল সাফারির উপর নজরদারি চালাতে ৪০০-র বেশি সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে। এর মাধ্যমে ২৪ ঘণ্টা নজরদারি চলে। চিতাটি যে ভিতরে ঢুকে পড়েছে, প্রায় সঙ্গে সঙ্গেই তা পরিষ্কার ধরা পড়ে সিসিটিভিতে। নিরাপত্তারক্ষীদের সতর্কও করা হয় সঙ্গে সঙ্গে। তড়িঘড়ি ছুটে গেলেও, তত ক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে। চিতাটিকে এনক্লোজার থেকে তাড়ানো গেলেও, সেটি সাফারি পার্ক থেকে বেরিয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।


ওই ঘটনার পর ৪৮ ঘণ্টার জন্য সাফারি পার্ক বন্ধ রাখা হয়। পর্যটকদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। ৩ জানুয়ারি ফের খুলে দেওয়া হলেও, চিতার আতঙ্ক কাটছে না। আবারও চিতাটি হামলা চালাতে পারে বলে মনে করছেন অনেকেই। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, স্ট্যাচু অফ ইউনিটি এবং সাফারি পার্কের জন্য ওই এলাকায় জনসমাবেশ লেগেই থাকে। সেখানকার ঘন জঙ্গলে চিতাও রয়েছে। তাদেরই কেউ ঢুকে পড়ে থাকবে সাফারি পার্কে।