কলকাতা: আগামীকাল ১৫ ফেব্রুয়ারি। শনিবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।

তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): কাজে উন্নতি হবে। তবে কর্মক্ষেত্রে শত্রুপক্ষের থেকে সাবধান। আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে হবে। গাড়ি চালানোর বিষয়ে সতর্ক হতে হবে। ধার দেওয়া টাকা ফেরত পাবেন। যে কোনও কাজে মনসংযোগ বজায় থাকবে। কারও রাগের কারণ হবেন না। 

বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): সামান্য কিছু পরিবর্তনে ব্যবসায় লাভের মুখ দেখবেন। ধৈর্য্য় বজায় রাখতে হবে। পরিবারে কারও থেকে আর্থিক সাহায্য পাবেন। ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। সামাজিক কাজে আগ্রহ বাড়বে। পছন্দের কাজ করতে পারবেন। তাতে মন খুশি থাকবে। 

ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): কেরিয়ার নিয়ে চিন্তা বাড়তে পারে। চাকরি চেষ্টা যাঁরা করছেন, হতাশ হলে চলবে না। পদোন্নতি সম্ভাবনা রয়েছে। তাই নিজের কাজে আরও বেশি মন দিতে হবে। ইতিবাচক মনোভাবে আর্থিক পরিস্থিতিরও উন্নতি হবে। কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না। 

মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): ব্যবসার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সমস্যা বাড়তে পারে। সতর্কতা অবলম্বন করে টাকা পয়সা লেনদেন করতে হবে। কোনও জিনিস চুরি হয়ে যেতে পারে। ব্যবসায়ীদের ভেবে সিদ্ধান্ত নিতে হবে। নাহলে আর্থিক ক্ষতি হতে পারে। তাড়াহুড়ো করে বিয়ে নয়। কোনও বিষয়ে অবহেলা করলে সমস্যা বাড়বে। 

কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): কর্মক্ষেত্রে সামনের সারিতে থাকবেন। কথা বলার বিষয়ে সতর্ক হতে হবে। গাঁটের ব্যথায় ভুগতে পারেন। ভারী কারজ করবেন না। বড় অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের কোনও সদস্যের ব্যবহারে খারাপ লাগতে পারে। 

মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): পরিকল্পনা করে কাজ করলে সাফল্য আসবে। কোনও সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। আর্থিক বিষয়ে সমস্যার মুখোমুখি পড়তে পারেন। তাই বুঝে খরচা করতে হবে। পড়ুয়াদের চাপ কমাতে হবে। স্বাস্থ্য ভাল রাখতে হলে, যোগাসন করতে হবে। 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।