কলকাতা: আগামীকাল ২৫ জানুয়ারি। শনিবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।
তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): গাড়ি কিনতে পারেন। সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। ঋণের আবেদন করলে তা সহজেই পেয়ে যাবেন। ধর্মীয় কাজের আয়োজন করতে পারেন। কাউকে কোনও কথা দিলে তা রাখতে হবে। কোনও কাজের জন্য টাকা আটকে গেলে তা ফেরত পাবেন।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): সাফল্য অর্জনের সম্ভাবনা রয়েছে। আইনি ঝামেলা থেকে মুক্তি। উন্নতিতে বাধা এলে তা কেটে যাবে। পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে হবে। পার্টনারশিপের কাজে আরও বেশি সতর্ক হতে হবে। কথা বলার আগে ভেবে কথা বলুন।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): ভালমন্দ মিশিয়ে কাটবে দিন। পিকনিকে নিয়ে যেতে পারেন সন্তানকে। গাড়ি ব্যবহারে সতর্ক হতে হবে। আপনার পছন্দের কোনও জিনিস চুরি হয়ে যেতে পারে। কোনও আত্মীয়র থেকে ভাল খবর পেতে পারেন। ব্যবসার পরিধি আরও বৃদ্ধি হবে।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): - জটিলতা থাকবে দিনভর। না ভেবে কাজ করলে আফশোস করতে হবে। গাড়ি চালানোর বিষয়ে সতর্ক হতে হবে। দীর্ঘমেয়াদি কোনও কাজের পরিকল্পনা করলে তা থেকে ফল পাবেন। মনের ইচ্ছে পূরণ হবে। কোনও বিষয়ে দুশ্চিন্তা থাকলে তা চলে যাবে।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): ধার বাকি থেকে সাবধান। আইনি বিষয়ে ঝামেলা বাড়বে। অকারণে রেগে যাবেন না। আপনার আচরণে রেগে যাবেন পরিবারের কোনও সদস্য। বড় কোনও কাজের দায়িত্ব দিতে পারেন মা। কারও কথায় অনুপ্রাণিত হবেন না। ব্যবসায় বাধা আসতে পারে।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): পুরনো কাজ শেষ করতে পারবেন। আয়ের পথ প্রশস্ত হবে। সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ কাজে আরও সতর্ক হতে হবে। পারিবারিক ঝামেলা বাড়বে। সঙ্গীর থেকে কোনও বিশেষ চমক পেতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।