কলকাতা : ঘন কুয়াশায় ঘুম ভাঙল শহরের । আর তার জেরে ফেব্রুয়ারি পড়ার আগেই গা-ঢাকা দিল ঠান্ডা। আগামী কয়েকদিনও এমনটাই কুয়াশায় ঘেরা থাকবে সকাল , সতর্কতা আবহাওয়া দফতরের। শুক্রবার বেশকিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে আসে।  বেলার দিকে পরিষ্কার হয়ে যাবে আকাশ। রবিবার পর্যন্ত আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

 আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে আগামী কয়েকদিন।  এর ফলে শনিবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা থাকবে  স্বাভাবিকের ওপরে।‌ ২৬ জানুয়ারি থেকে উত্তুরে হাওয়া বইবে। তাপমাত্রা ফের কমবে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এরই মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে প্রভাব ফেলবে পূর্ব ও উত্তর পূর্ব ভারতে।  জেড স্ট্রিম উইন্ড বইছে উত্তর ভারতে। এছাড়া মধ্যপ্রদেশ ও পূর্ব বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। কেরল উপকূলে রয়েছে  অন্য একটি ঘূর্ণাবর্ত।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঘন কুয়াশার সতর্কতা জারি থাকবে বঙ্গজুড়েই । কুয়াশার ঘিরে থাকবে উপকূলবর্তী জেলাগুলিকে। সেই সঙ্গে  উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে ভোরের দিকে। পাহাড়ি অঞ্চলে গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। শুধু  দক্ষিণবঙ্গেই নয় জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর ।

 শুক্রবার সকাল থেকে ঘন কুয়াশার দাপট থাকবে কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। দৃশ্যমানতা বেশিরভাগ জায়গায় ২০০ মিটারের কাছাকাছি থাকবে। বিক্ষিপ্তভাবে দু- এক জায়গায় ৫০ মিটারে নেমে আসতে পারে দৃশ্যমানতা । শনিবার ঘন কুয়াশার দাপট থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া - এই পাঁচ জেলাতে।

এই পরিস্থিতিতে আরও  একটু বেড়েছে  সর্বনিম্ন তাপমাত্রা। শীতের আমেজ বেশ খানিকটা কমে গিয়েছে  জানুয়ারির শেষেই । কমেছে উত্তুরে হওয়ার দাপট। ভোর  ও সন্ধ্যা নামার সময় শীতের আমেজ থাকলেও সারা দিন ঠান্ডার আমেজ নেই তেমনভাবে।   জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। তবে শীতের আমেজ থাকবে। আবার শীতের আমেজ অনুভূত হবে আগামী সপ্তাহের শুরুতে। পারদ ফের নিম্নমুখী হতে পারে রবিবার থেকে। আগামী সপ্তাহে দু-তিনদিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।

২৬ জানুয়ারি থেকে তাপমাত্রা ফের নামবে উত্তরবঙ্গেও। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কতটা পূর্ব ও উত্তরপূর্ব ভারতে পড়বে। তার প্রভাবে বদলাবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার আবহাওয়া।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৯ থেকে ৯৫ শতাংশ।