কলকাতা: আগামীকাল ৬ মার্চ। বৃহস্পতিবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।


তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে। হারানো টাকা পেতে পারেন। তৃতীয় ব্যক্তির কারণে প্রেমের সম্পর্কে ফাটলের আশঙ্কা। কাউকে টাকা ধার দেবেন না। বাড়িতে খরচ নিয়ন্ত্রণ করুন। কারণ খরচ বৃদ্ধির ফলে বিপাকে পড়বেন।                                


বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): ভালমন্দ মিশিয়ে দিন কাটবে। মানসিক শান্তি থাকলে মনও ভাল থাকবে। কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে স্থগিত রাখতে হবে। কোনও স্নায়ু-সম্পর্কিত সমস্যা থাকলে তা ফের দেখা দিতে পারে। অপরিচিত কাউকে বিশ্বাস করলে ক্ষতি হতে পারে। 


ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): যে কোনও কাজের জন্য অনুকূল। আর্থিক অবস্থা আগের থেকে ভাল হবে। কর্মক্ষেত্রে আপনার পরামর্শে সমস্যার সমাধান হতে পারে। বেতন বৃদ্ধির সম্ভাবনা। আপনার উর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে খুশি হবেন। প্রতিপক্ষের থেকে সাবধান। স্ত্রীর সঙ্গে কোনও বিরোধ থাকলে তাও সমাধান হবে। 


মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): আয়ের উৎস বাড়তে পারে। লেনদেনের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে। কোনও সহকর্মী আপনাকে বিরক্ত করার চেষ্টা করতে পারে। ঝগড়া হওয়ার আশঙ্কা রয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তা থাকবে। স্ত্রীর সঙ্গে ছুটিতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।


কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): কাজের ফল পাবেন হাতেনাতে। একের পর এক সুসংবাদ শুনতে পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে যে কোনও মুলতুবি চুক্তিও চূড়ান্ত হবে। পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন। শখ পূরণ করতে গিয়ে পকেটে টান। ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা। সম্মান বৃদ্ধি পাবে।


মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): স্বাস্থ্যের ওঠানামার কারণে চিন্তিত হবেন। অকারণে রাগ করা এড়াতে হবে। অসুবিধার সম্মুখীন হবেন। পারিবারিক কোনও বিষয়ে ধৈর্য্যের সঙ্গে মিটিয়ে নিতে হবে। সন্তানদের কিছু দায়িত্ব দিতে পারেন। 


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন