কলকাতা: সদ্যই সুখবর দিয়েছেন কিয়ারা আডবাণী (Kiara Advani)। মা হতে চলেছেন তিনি। আর সেই কারণেই কি বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? সদ্যই জানা গিয়েছিল, ফারহান আখতার (Farhan Akhtar)-এর 'ডন ৩' তে নায়িকার ভূমিকায় দেখা যাবে কিয়ারা আডবাণীকে। তবে শোনা যাচ্ছে, এই কাজটি থেকে নাকি সরে দাঁড়াচ্ছেন তিনি। 'ডন ৩' -র নির্মাতাদের সঙ্গে নাকি কথা হয়ে গিয়েছে কিয়ারা আডবাণীর। দুই পক্ষই নাকি রাজি হয়েছেন এই চুক্তিতে। তিনি এই প্রোজেক্ট থেকে সরে দাঁড়ানোর পরে, নতুন নায়িকার খোঁজ করছেন নির্মাতারা। যদিও এখনও পর্যন্ত 'ডন ৩' -র নায়ক হিসেবে রণবীর সিংহের নামই পাকা হিসেবে শোনা যাচ্ছে। 

সদ্যই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছেন কিয়ারা আডবাণী। বিয়ের ঠিক ২ বছর পরে পরিবারে আসতে চলেছে সন্তান। শোনা যাচ্ছে ইতিমধ্যেই 'ওয়ার ২' (War 2)-এর কাজের সঙ্গে চুক্তিবদ্ধ কিয়ারা। তাঁকে সেই কাজ শেষ করতেই হবে। কিন্তু 'ওয়ার ২'-এর কাজ শেষের পরেই সাময়িক বিরতি নেবেন কিয়ারা। সন্তান জন্মের পরে কিয়ারা আবার যোগ দেবেন কাজে। তবে 'ডন ৩'-র কাজ ছাড়ার পিছনে কোনও কারণ দেখাননি কিয়ারা। 

কিয়ারা আডবাণী আর সিদ্ধার্থ মলহোত্র বলিউডের অন্যতম পাওয়ার কাপল। 'শেরশাহ' ছবিতে অভিনয় করতে গিয়ে তাঁদের সম্পর্কের শুরু। নিজেদের সম্পর্ক নিয়ে প্রথমটা কিছুই প্রকাশ করেননি তাঁরা। তবে তাঁদের প্রেম গোপন থাকেনি। সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নিয়েছিল তাঁদের সম্পর্ক। এবং তারপরে তাঁদের স্বপ্নের বিবাহ বাসর। রাজস্থানের জয়সলমীরে রাজকীয় বিয়ে সেরেছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তাঁদের বিয়ের ছবি। সেই থেকেই তো অনুরাগীদের পছন্দের একেবারে শীর্ষ তালিকায় রয়েছেন তাঁরা। নেটিজেনরা বলেন, সিদ্ধার্থ কিয়ারা যে ভালবাসা নিয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকেন, সেই সমীকরণ খুব কম জুটির মধ্যেই দেখা যায়। 

একবার একটি সাক্ষাৎকারে কিয়ারা বলেছিলেন, তিনি বিয়ের পরে খুব তাড়াতাড়ি মা হতে চান। কারণ হিসেবে কিয়ারা মজা করে বলেছিলেন, এমনি সময়ে তাঁকে অনেক ডায়েটে থাকতে হয়। মেপে খাওয়া দাওয়া করতে হয়। তবে অন্তঃসত্ত্বা হলে তিনি যা ইচ্ছে তাই খেতে পারবেন, ওজন বৃদ্ধি নিয়ে আর ভাবতে হবে না। কিয়ারার যেন সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। অভিনেত্রীর কোলে আসতে চলেছে একরত্তি সন্তান। এখন পরিবারের নতুন সদস্য আসার অপেক্ষায় দিন গুনছেন সিদ্ধার্থ ও কিয়ারা দুজনেই। 

আরও পড়ুন: Dev-Rana Sarkar: সমস্যা মিটিয়ে এক ফ্রেমে হাসিমুখে দেব-রানা সরকার, এবার কী 'ধুমকেতু' মুক্তি পাবে?